1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যাপেই ঘুরে আসুন বার্লিন

৩১ মে ২০১৪

বার্লিন বেড়াতে যাচ্ছেন? কী দেখবেন, কীভাবে যাবেন, কোথায় খাবেন – জানেন না? কোনো সমস্যা নেই৷ কারণ জার্মানির রাজধানীতে আপনি কি কি করতে পারেন – তার সব কিছু বলে দেবে আপনার স্মার্টফোন অ্যাপটি৷

https://p.dw.com/p/1C9OE
বার্লিনের জন্য অন্তত ১৩০টি অ্যাপ রয়েছেছবি: picture-alliance/dpa

পৃথিবীর প্রায় সব বড় শহরের ম্যাপ আর তথ্য নিয়ে পর্যটকদের জন্য রয়েছে এ রকম অসংখ্য অ্যাপ৷ কেবল জার্মানির রাজধানী বার্লিনের জন্যই অন্তত ১৩০টি অ্যাপ রয়েছে৷ আর এই সংখ্যা ক্রমশ বাড়ছে৷

ট্যুর এজেন্সি ভিজিট বার্লিন-এর কর্মকর্তা ক্যাথারিনা ড্রেগার জানান, এ সব অ্যাপে বেশ কয়েকটি ভাষায় পর্যটকদের জন্য ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনা দেয়া থাকে৷ পর্যটকদের মধ্যে এ ধরনের স্মার্টফোন অ্যাপের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে৷

কিছু অ্যাপে গুরুত্ব দেয়া হয়েছে বার্লিনের ঘটনাবহুল ইতিহাসকে৷ বার্লিন প্রাচীরের মতো ঐতিহাসিক স্থাপনা, নাৎসি আমলের বিভিন্ন স্মৃতিচিহ্ন এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কীভাবে যাওয়া যাবে – সে বিষয়ে গাইড পাওয়া যাবে এ সব অ্যাপে৷

আবার বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র, অনুষ্ঠান, কেনাকাটা, রেস্তোরাঁ, এমনকি বার্লিনের সমকামীদের জীবন নিয়েও রয়েছে অ্যাপ৷ বার্লিনের প্রাণকেন্দ্র ও এর আশেপাশের এলাকা ঘুরে দেখার জন্য রয়েছে ‘৩৬০ ডিগ্রিস বার্লিন', ‘নয়ক্যোলন কিৎসএক্সপ্লোরার' কিংবা ‘পটসডামার প্লাৎস'-এর মতো অ্যাপ৷

আরো আছে ‘পার্কভিউ' অ্যাপ, যার সাহায্য নিয়ে ট্যুরিস্টরা বার্লিনের বিভিন্ন পার্ক, উদ্যান, চত্বর ও স্মারকগুলো ঘুরে দেখতে পারেন৷ ‘বুকসঅ্যারাউন্ড' অ্যাপ তাঁদের জানিয়ে দেবে, বার্লিনের বিখ্যাত সব লেখকরা কোথায় থাকতেন, কোন জায়গার প্রেক্ষাপটে, কোন উপন্যাসটি তাঁরা লিখেছিলেন৷

বার্লিন শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা গ্রাফিতি আর স্ট্রিট আর্টগুলো খুঁজে বের করার জন্য রয়েছে ‘অ্যাডিডাস আর্বান আর্ট গাইড'৷ আর যাঁরা বাইক ভালবাসেন, তাঁদের প্রয়োজন হবে ‘কমুট বাইক বার্লিন' অথবা ‘বাইক সিটি গাইড বার্লিন'-এর মতো অ্যাপ৷

বার্লিনের বাস, ট্রাম, এস-বান ও ইউ-বান ট্রেন কখন কোন গন্তব্যে ছেড়ে যায়, তা জানতে স্মার্টফোনে থাকতে হবে আইফারইনফো অথবা বিভিজি ফারইনফো প্লাস৷

‘ব্লুস্পট বার্লিন' অ্যাপ শহরের বিভিন্ন দর্শনীয় স্থানের খোঁজ দেয়ার পাশাপাশি ট্যাক্সি বা বাইক ভাড়া করার সুবিধা দিচ্ছে৷ একজন স্মার্টফোনধারী পর্যটকের অবস্থান জিপিএসে জেনে নিয়ে ‘ট্যাক্সি বার্লিন' অ্যাপ বলে দেবে, সেখান থেকে গন্তব্য পৌঁছাতে কত টাকা ও কতটা সময় লাগবে৷ এই অ্যাপের সাহায্যে সরাসরি ট্যাক্স কন্ট্রোল রুমের সঙ্গেও যোগাযোগ করা যাবে৷

শারীরিক প্রতিবন্ধী পর্যটকদের নিরাপদ ভ্রমণে সহযোগিতা দিতে রয়েছে ‘হুইলম্যাপ' অ্যাপ৷ ‘বার্লিন মিউজিয়াম গাইড' অ্যাপে রয়েছে প্রায় ২০০ জাদুঘর এবং কোথায় কোন প্রদর্শনী হচ্ছে তার তালিকা৷ আর ‘হোয়াটওয়াজহিয়ার' অ্যাপ দিচ্ছে ইন্টারঅ্যাকটিভ হিস্ট্রি ট্যুরের সুবিধা৷

কেবল বার্লিন প্রাচীর নিয়েই রয়েছে বেশ কিছু অ্যাপ৷ এর মধ্যে ‘জিডিআর ডিক্টেটরশিপ ইন বার্লিন' অ্যাপটি কমিউনিস্ট শাসনামলের পূর্ব জার্মানির ঐতিহাসিক স্থানগুলো পর্যটকদের চিনিয়ে দেবে৷

জেকে/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য