‘এল' আকৃতির অন্যরকম বাড়ি
১৩ মে ২০১৬বাইরে থেকে বাড়ির সৌন্দর্য্য ঠিক বোঝা না গেলেও বারান্দা থেকে ঠিকই অসাধারণ সব দৃশ্য উপভোগ করা যায়৷
স্থপতি ও বাড়ির মালিক আলেখান্দ্রো পেনা টেরুল বলেন, ‘‘প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আমরা বাড়ির অন্য দিকটা খোলা রাখতে চেয়েছি৷ এই দিকটা বাড়িতে ঢোকার জন্য৷ রাস্তা থেকে মানুষ বাড়ির ভেতরটা দেখতে পাক, সেটা আমরা চাইনি৷''
মূল দরজাটাও বেশ দুর্ভেদ্য৷ বাড়ির মালিক নিজেই এর নকশা করেছেন৷ এটি তৈরিতে কর্টেন স্টিল ব্যবহার করা হয়েছে৷ আলেখান্দ্রো পেনা টেরুল জানান, ‘‘কর্টেন স্টিলের ব্যবহার বাস্ক অঞ্চলের একটা বৈশিষ্ট্য৷ ইয়র্গ ওটাইজা, এদুয়ার্দো চিলিদার মতো ভাস্কর এই স্টিল অনেক ব্যবহার করেছেন৷ ঘরবাড়ি তৈরির জন্যও এটা ভালো৷''
এই হাউসের রুমগুলো বেশ বড়৷ ২০১৪ সালে বাড়ি তৈরির কাজ শেষ হয়৷ বাড়িটি যেন খোলামেলা আর আলো-বাতাসে পরিপূর্ণ হয় সেভাবেই নকশা করেছেন আলেখান্দ্রো পেনা৷
টেরুল বলেন, ‘‘ডাইনিং রুমটি বড় করে বানানোর পরিকল্পনা করা হয়েছিল৷ এটি একেবারে বাড়ির মাঝখানে অবস্থিত৷ বাস্ক অঞ্চলের মানুষের কাছে ডাইনিং রুম বেশ গুরুত্বপূর্ণ, কেননা আমরা রান্না করতে পছন্দ করি৷''
তিন তলা এই বাড়ির আয়তন ৬০০ বর্গমিটারের বেশি৷ পরিবারের সদস্য সংখ্যা চার৷ অতিথি সহ সবার বেডরুম আছে দ্বিতীয় তলায়৷ যেমন আছে গ্যালারিও৷
বারান্দার আশপাশ কংক্রিট দিয়ে তৈরি৷ ফলে দৃষ্টিটা সহজেই সামনের সুন্দর দৃশ্যের দিকে চলে যায়৷
বাড়ির বাইরের দিকেও কংক্রিট ব্যবহার করা হয়েছে৷ রাস্তার দিক থেকে স্টুডিও হাউসটির সৌন্দর্য্য ভালভাবে বোঝা না গেলেও বাড়ির অন্য দিক থেকে ঠিকই সুন্দর দৃশ্য দেখা যায়৷