স্পেনে পরিত্যক্ত বৃদ্ধাশ্রমে বিছানায় লাশ
২৪ মার্চ ২০২০কেন অসহায় ওই বৃদ্ধ মানুষগুলোকে এভাবে ফেলে রাখা হয়েছিল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে৷ স্পেনে বৃদ্ধাশ্রমগুলো জীবাণুমুক্ত করতে গিয়ে হৃদয়বিদারক এ ঘটনার মুখোমুখি হন সেনাসদস্যরা৷
প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রবলস বলেন, ‘‘বৃদ্ধাশ্রমগুলোতে থাকা বয়স্ক মানুষদের সঙ্গে এ ধরনের আচরণ যারা করেছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর এবং অত্যন্ত অনমনীয় ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে৷
‘‘সেনাসদস্যরা হঠাৎ করে সেগুলোতে গিয়ে এ অবস্থা দেখতে পায়৷ করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর বৃদ্ধাশ্রমের কর্মীরা তাদের স্রেফ ফেলে রেখে চলে গেছে৷''
ইউরোপে করোনা ভাইরাস মারাত্মকভাবে ছড়িয়ে পড়া দেশগুলোর একটি স্পেন৷ জন হপকিন্সের তথ্যানুযায়ী সেখানে ৩৫ হাজারের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন৷ মারা গেছেন দুই হাজার ৩১৮ জন৷ স্পেনে সোমবার একদিনে সর্বোচ্চ ৪৬২ জনের মৃত্যু হয়৷
স্পেনে এখন স্বাভাবিক মৃত্যু হওয়া ব্যক্তিদের দেহ প্রথমে হিমঘরে রাখা হচ্ছে এবং পরে প্রশাসন থেকে অন্ত্যেষ্টিক্রিয়া হচ্ছে৷ কিন্তু করোনার লক্ষণ নিয়ে মৃত্যু হলে মৃতদেহ বিছানাতে রাখা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না যথাযথ সুরক্ষা পোশাক পরে প্রশাসন থেকে সেটি সরিয়ে নেওয়া হয়৷
সবচেয়ে আক্রান্ত রাজধানী মাদ্রিদে এত মানুষ মারা যাচ্ছেন যে এই কাজে ২৪ ঘণ্টার বেশি সময়ও পেরিয়ে যাচ্ছে৷ সংকট দিন দিন এতটাই খারাপ হচ্ছে যে মাদ্রিদ পৌরসভার ফিউনেরাল হোম থেকে সুরক্ষা যন্ত্রের অভাবে করোনা আক্রান্ত ব্যক্তির মৃতদেহ সংগ্রহ মঙ্গলবার থেকে বন্ধ করার ঘোষণা দিয়েছে৷
ইউরোপে সবচেয়ে আক্রান্ত দেশগুলোর মধ্যে ইটালির পরই আছে স্পেন৷ ইটালিতে সোমবারও ৬০২ জন মারা গেছেনে৷ মোট মৃত্যু ছয় হাজার ৭৭ জন৷ তবে আশার কথা হচ্ছে গত বৃহস্পতিবার থেকে দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে৷ সরকারের দেশজুড়ে ‘লকডাউন' ঘোষণা এবং কঠোরহাতে তা কার্যকর করার ফল হয়তো ফলতে শুরু করেছে৷
এসএনএল/কেএম