1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্থানীয় সরকার নির্বাচন

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৪ মার্চ ২০১৪

বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন সংসদ নির্বাচনের মতোই দলীয় ভিত্তিতে হওয়া উচিত বলে মনে করেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম৷ তবে বিএনপির নেতারা এ ব্যাপারে আগাম কোনো মন্তব্য করতে চাননি৷

https://p.dw.com/p/1BIky
Bangladesch Wahlen 04. Januar 2014
ছবি: picture-alliance/AP Photo

আগামীতে উপজেলা, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ নির্বাচনও দলীয়ভাবে আয়োজন করার জন্য আইন সংশোধনের কথা বলেছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম৷ তিনি ঢাকায় এক অনুষ্ঠানে সোমবার বলেছেন, নির্দলীয় নয়, স্থানীয় সরকার নির্বাচনও দলীয়ভাবে জাতীয় সংসদ নির্বাচনের মতো হওয়া উচিত৷ প্রার্থী মনোনয়ন থেকে নির্বাচনি প্রচারণা, প্রতীক সবই৷

তিনি বলেন, ‘‘গণমাধ্যমে বলা হয়, উপজেলা পরিষদে আওয়ামী লীগ এত পেল, বিএনপি এত পেল৷ কী করে বুঝব যে এরা আওয়ামী লীগ, তারা বিএনপি৷ আর তাই যদি হয় তাহলে দলীয় প্রতীক ব্যবহারে কেন লুকোচুরি?''

Bangladesch Parlamentswahlen
২০১৪ সালের সংসদ নির্বাচনে ভোট দিচ্ছেন এক নারী ভোটার...ছবি: AFP/Getty Images

সৈয়দ আশরাফ বলেন, ‘‘এই অবস্থার পরিবর্তনে প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন আইনটি পরীক্ষা করতে বলেছেন৷ স্থানীয় সরকারকে গতিময় করতে আইন সংশোধন জরুরি৷ আশা করি, শিগগিরই একটি ড্রাফট বিল সংসদে তুলতে পারব৷''

এ নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ডয়চে ভেলেকে বলেন, ‘‘সৈয়দ আশরাফুল ইসলাম কী বললেন, তা নিয়ে তাঁরা ভাবেন না৷ যদি প্রধানমন্ত্রী বলতেন তাহলে বিবেচনা করা যেত৷ এছাড়া প্রক্রিয়া শুরু হওয়ার আগে তাঁরা তা নিয়ে কোনো মন্তব্য করতে চান না৷ কারণ সরকারের মন্ত্রীরা নানা কথাই বলেন৷''

সুশাসনের জন্য নাগরিক বা সুজন-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার ডয়চে ভেলেকে বলেন, ‘‘জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিত হলে দলের পক্ষ থেকে ভোটাররা প্রতিশ্রুতি পাবেন৷ দলীয় ভিত্তিতে প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে৷ কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে উল্টো ঘটনা ঘটবে৷''

তিনি আরো বলেন, ‘‘সেটা হলে স্থানীয় সরকার দলবাজদের দখলে চলে যাবে৷ উন্নয়ন হবে দলীয় লোকজনের জন্য৷ আর প্রার্থীর সংখ্যাও কমে যাবে৷ যার ফলে ভোটারদের প্রার্থী বাছাইয়ের সুযোগ যাবে কমে৷'' তিনি মনে করেন, বর্তমান পদ্ধতিতে স্থানীয় সরকারে পরিমাণে অল্প হলেও ভোটারবান্ধব প্রতিনিধি পাওয়া যায়৷ তাঁদের তেমন দলীয় পরিচয় না থাকায় তাঁরা কাজের মাধ্যমে ভোটারদের মন জয় করতে চান৷

তবে তিনি এও মনে করেন যে, এখন একমাত্র দলীয় প্রতীক ও সরাসরি ঘোষিত দলীয় মনোনয়ন ছাড়া পুরো স্থানীয় সরকার নির্বাচন দলীয় রাজনীতির খপ্পড়ে পড়ে গেছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য