সৌরভের হার্টে আরো দুইটি স্টেন্ট
২৯ জানুয়ারি ২০২১আরো দুইটি স্টেন্ট বসানো হলো সৌরভ গঙ্গোপাধ্যায়ের হৃদযন্ত্রে। চিকিৎসকেরা জানিয়েছেন, সৌরভ এখন ভালো আছেন। তবে শুক্রবার বিকেল পর্যন্ত তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হবে। চলবে অক্সিজেন। বিকেলের পরে তাঁর শারীরিক পরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কিছু দিন আগে শরীরচর্চা করার সময় হৃদরোগে আক্রান্ত হন সৌরভ। সে সময় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে একটি স্টেন্ট বসানো হয়। তারপর তাঁকে ছুটিও দিয়ে দেওয়া হয়। বুধবার ফের অসুস্থ হয়ে পড়েন সৌরভ। বাড়িতেই বুকে ব্যথা শুরু হয় তাঁর। দ্রুত তাঁকে কলকাতায় বাইপাসের ধারে একটি হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা একাধিক পরীক্ষা করেন।
ফের বেঙ্গালুরু থেকে উড়িয়ে নিয়ে আসা হয় ভারতের সব চেয়ে বড় হৃদরোগ বিশেষজ্ঞ দেবি শেঠিকে। বৃহস্পতিবার কয়েকটি পরীক্ষার পর চিকিৎসকরা ঠিক করেন আরো দুইটি স্টেন বসানো হবে তাঁর হৃদযন্ত্রে। সেই মতো বৃহস্পতিবার বিকেলে তাঁর প্রায় দেড় ঘণ্টার অপারেশন হয়। হাসপাতাল থেকে বেরনোর আগে দেবি শেঠি সংবাদমাধ্যমকে জানান, সৌরভ ভালো আছেন।
এদিন দুপুরেই সৌরভকে হাসপাতালে দেখতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ সৌরভের ঘরে থাকার পর বাইরে সংবাদমাধ্যমকে তিনি জানান, সৌরভ ভালো আছেন। তিনি তাঁর আরোগ্য কামনা করছেন।
অপারেশন ঠিক হলেও সৌরভকে আগামী এক বছর কড়া নিয়মের মধ্যে চলতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। কড়া ডোজের ওষুধও খেতে হবে। একই সঙ্গে আগামী এক বছর তাঁকে সাবধানে থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসকের। সামান্য শরীর খারপ হলেই ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
এসজি/জিএইচ (পিটিআই)