সৌদি আরবে মিসাইল হামলা
২৬ মার্চ ২০১৮এবার সরাসরি মিসাইল হামলা হলো সৌদি আরবে৷ অভিযোগ, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের উপর এই হামলা চালিয়েছে৷ তবে সৌদি আরবের দাবি, প্রতিটি মিসাইলই অকেজো করতে সমর্থ হয়েছে তারা৷ ভেঙে পড়া একটি মিসাইলের আঘাতে সৌদি আরবের রাজধানী রিয়াদে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর৷ ওই ব্যক্তি জন্মসূত্রে মিশরের৷
৩ বছর হয়ে গেল সৌদি আরবের সঙ্গে সরাসরি সংঘর্ষে নেমেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা৷ ঘটনার পর তাদের মুখপাত্র আক্রমণের দায় শিকার করেছেন৷ এবং বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের আরো হামলা চলবে৷
হুতি সূত্রের খবর, মোট ৮টি মিসাইল সৌদি আরবের দিকে ছোড়া হয়েছিল৷ লক্ষ্য ছিল রিয়াদের বিমানবন্দরসহ দেশের আরো বেশ কয়েকটি অঞ্চল৷ রবিবার মধ্য রাতে আচমকাই রিয়াদের আকাশে দেখা যায় সেই মিসাইলগুলি৷ তখনই মিসাইল অকেজো করার অস্ত্র ব্যবহার করে সৌদি আরবের সেনা৷ সেই ছবিও প্রকাশ করা হয়েছে সৌদি সেনার তরফ থেকে৷
ইয়েমেনে সৌদি আরবের সাহায্যপ্রাপ্ত দলের মুখপাত্র আল মালকি বলেন, ঘটনা থেকে স্পষ্ট, ইরানের মদতেই এ ধরনের আক্রমণ চালাতে পারছে হুতি বিদ্রোহীরা৷ মিসাইলগুলিও ইরানের দেওয়া বলেই ধারণা করা হচ্ছে৷ বস্তুত, দীর্ঘদিন ধরেই ইয়েমেনের এই বিদ্রোহীদের সাহায্য করছে ইরান৷ অন্যদিকে অপর গোষ্ঠীটিকে সাহায্য করছে সৌদি আরব৷ সে কারণেই সৌদি আরবের ওপর বারংবার হামলা চালানোর চেষ্টা করছে হুতি বিদ্রোহীরা৷ তাদের নেতা আবদেল মালেক আল হুতি জানিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের আরো আক্রমণ হবে সৌদি আরবের ওপর৷তাদের বিদ্রোহীরা জীবন উৎসর্গ করতেও তৈরি বলেও জানিয়েছেন তিনি৷
এর আগে ইয়েমেনের বিদ্রোহীদের ওপর আক্রমণ চালিয়েছিল সৌদি আরব৷ গত ৩ বছরে ইয়েমেনে প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে খবর৷ শুধু তাই নয়, জাতিসংঘের দাবি, সৌদির আক্রমণের কারণেই ইয়েমেনে ভয়ংকর মন্বন্তর হয়েছিল৷ স্বাভাবিকভাবেই নতুন করে সংঘর্ষ শুরু হওয়ায় চিন্তিত ইউরোপসহ পশ্চিম বিশ্ব৷
এসজি/এসিবি (রয়টার্স)
২৮ ফেব্রুয়ারির ছবিঘরটি দেখুন...