সোনার বার লুট করে ওসিসহ ছয় পুলিশ গ্রেপ্তার
১১ আগস্ট ২০২১তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ১৫টি সোনার বার উদ্ধার করা হয়েছে৷ জেলার পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী এ তথ্য ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান৷
গ্রেপ্তার হওয়া পুলিশ সদস্যরা হলেন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. সাইফুল ইসলাম, এসআই মোতোহের হোসেন, মিজানুর রহমান, নুরুল হক, এএসআই অভিজিৎ বড়ুয়া ও মাসুদ রানা৷ তাদের মঙ্গলবার রাতে থানায় হস্তান্তর করা হয়েছে, সেখান থেকে তাদের আদালতে পাঠানো হবে বলে জানান ফেনী থানার ওসি মো. নিজাম উদ্দিন৷
পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী বলেন, "গত ৮ আগস্ট চট্টগ্রাম থেকে ২০টি সোনার বার নিয়ে ঢাকা যাচ্ছিলেন চট্টগ্রামের সোনা ব্যবসায়ী গোপালকান্তি দাশ৷ পথে ফেনীর ফতেহপুর রেলওয়ে ওভারপাসের নীচে গোয়েন্দা পুলিশের একটি দল তার গাড়ির গতিরোধ করে সোনার বারগুলো ছিনিয়ে নেয়৷ গোপালকান্তি লিখিত অভিযোগ দেওয়ার পর পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে চার পুলিশ কর্মকর্তাকে শনাক্তও করেন৷ তারা অপর দুইজনের নাম প্রকাশ করেন৷”
পুলিশ সুপার জানান, গোয়েন্দা পুলিশের দলটি ২০টি সোনার বার ছিনিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন এবং তাদের কাছ থেকে ১৫টি বার উদ্ধার করা হয়েছে৷ গোপালকান্তি ফেনী থানায় ছয়জনের বিরুদ্ধে ডাকাতি মামলা দায়ের করেছেন৷
ছিনতাই হওয়া বাকি পাঁচটি সোনার বার উদ্ধারের চেষ্টা চলছে এবং বারগুলোর উৎস ও বৈধতা যাচাইয়ের জন্যও তদন্ত চলছে বলে জানান পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী৷
এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)