‘সেল্ফি’ তুলতে গিয়ে বিমান বিধ্বস্ত
৭ ফেব্রুয়ারি ২০১৫গত ৩১শে মে মাঝরাতে রেঞ্জ এয়ারপোর্ট থেকে উড়ে যায় ছোট্ট সেসনা-১৫০কে বিমান৷ বিমানটি চালাচ্ছিলেন ২৯ বছর বয়সি এক পাইলট, নাম অমৃত পাল সিং৷ মাত্র একজন যাত্রী নিয়ে যাত্রা শুরুর কিছুক্ষণ পরই নিখোঁজ হয়ে যায় বিমানটি৷ সাত ঘণ্টা পর রাডারে ধরা পড়ে বিমানবন্দর থেকে প্রায় দুই কিলোমিটার দূরের এক মাঠে পড়ে আছে সেই বিমান৷ বৈমানিক অমৃত পাল সিং এবং সহযাত্রী দু'জনই দুর্ঘটনায় মারা যান৷
দুর্ঘটনার পরই এর রহস্য উন্মোচনের চেষ্টা শুরু করে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্র্যান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)৷ প্রায় সাত মাস তদন্তের পর তদন্তকারীরা জানিয়েছেন, বিমান চালানোর সময় ককপিটেই স্মার্টফোনে নিজের ছবি, মানে ‘সেল্ফি' তুলতে গিয়েছিলেন অমৃত পাল সিং আর এ কারণেই দুঃখজনকভাবে মৃত্যুবরণ করতে হয়েছে তাঁকে৷ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিমানে লাগানো ‘গো-প্রো' ক্যামেরার সহায়তা নিয়েছেন তদন্তকারীরা৷ সেই ক্যামেরাতেই ধারণ করা ছিল বিমান চালানোর সময় পাইলটের ছবি তোলার মতো ঝুঁকিপূর্ণ কাজ করার দৃশ্য৷
এসিবি/ডিজি (এএফপি, এপি)