স্মার্টফোন ব্যবহার
৫ মার্চ ২০১২তিনি বলেন, মোবাইল ফোন সংশ্লিষ্ট বিশ্বের প্রায় সব শীর্ষ প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে৷ তারা তাদের নতুন নতুন সেট এবং অ্যাপ্লিকেশন মেলায় দেখিয়েছে৷ এছাড়া এই খাতের ভবিষ্যত নিয়ে আলোচনা হয়েছে৷
গ্রামীণফোনের এই কর্মকর্তা বলেন স্মার্টফোন নিয়ে বেশি আলোচনা হয়েছে মেলায়৷ যেমন - আগামী পাঁচ বছরের মধ্যে জমিতে সেচের কাজে স্মার্টফোনকে কীভাবে কাজে লাগানো যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে৷ এছাড়া, বর্তমানে দামি এই সেটের মূল্য কীভাবে কমিয়ে আনা যায় সেটা নিয়েও চিন্তা ভাবনা চলছে৷ আগামী পাঁচ বছরের মধ্যে স্মার্টফোনের দাম ৪০ ডলারের (৩,৩০০ টাকা) নীচে নামিয়ে আনার পরিকল্পনা হচ্ছে বলে জানান হাসান৷
তিনি বলেন, নোকিয়া যে ৪১ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন নিয়ে এসেছে সেটার প্রতি সবার অনেক আগ্রহ দেখা গেছে৷ তবে কবে ফোনটি বাজারে আসবে এবং এর দামই বা কত হবে সেটা জানায়নি নোকিয়া৷ কিন্তু সংশ্লিষ্টদের ধারণা, অ্যাপল যেদিন আইপ্যাডের তৃতীয় সংস্করণ বাজারে ছাড়বে সেসময় নোকিয়াও তার ফোন বিক্রির ঘোষণা দিয়ে পারে৷
এদিকে বুধবার ‘আইপ্যাড থ্রি' বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ কেননা সেদিন একটি সংবাদ সম্মেলন ডেকেছে অ্যাপল৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ