সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে যা হলো
১৫ ও ১৬ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়৷ এই নির্বাচনকে ঘিরে আইনজীবী ও গণমাধ্যমকর্মীদের ওপর পুলিশের হামলা হয়েছে৷ মামলা হয়েছে আইনজীবীদের বিরুদ্ধে৷
আহ্বায়কের পদত্যাগ
১৫ ও ১৬ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়৷ তার আগে ১৩ মার্চ নির্বাচন পরিচালনাসংক্রান্ত উপকমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. মনসুরুল হক চৌধুরী ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে পদত্যাগ করেন৷ দুই পক্ষই ঐকমত্যের ভিত্তিতে তাকে আহ্বায়ক মেনে নিয়েছিল৷
ভোটগ্রহণের আগের দিন
১৪ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা নির্বাচন পরিচালনার উপকমিটির আহ্বায়ক হিসেবে মো. মনিরুজ্জামানকে মনোনীত করেন৷ এরপর মো. মনিরুজ্জামান নির্বাচনের কার্যক্রম শুরু করতে গেলে আপত্তি জানান বিএনপিপন্থি আইনজীবীরা৷ এ নিয়ে হইচই, হট্টগোল শুরু হয়৷ একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং হাতাহাতির ঘটনাও ঘটে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়৷
ভোটগ্রহণের প্রথম দিন
নির্বাচন পরিচালনাসংক্রান্ত কোন উপকমিটির মাধ্যমে ভোট গ্রহণ হবে, এমন প্রশ্নে তর্কে জড়ায় দুই পক্ষ৷ কিছুক্ষণ পর পুলিশ গিয়ে আইনজীবী ও সাংবাদিকদের পিটিয়ে ভোটকেন্দ্র থেকে বের করে দেয়৷ পুলিশের হামলায় আইনজীবী, সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হন৷ এরপর দুপক্ষের মিছিল, শ্লোগান, ধাক্কাধাক্কি ও পাল্টা ধাওয়ার মধ্যেই বিএনপিপন্থি আইনজীবীদের অংশগ্রহণ ছাড়াই ভোটগ্রহণ চলে৷
ফলাফল
নির্বাচনে ১৪টি পদের সবকটিতে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থীরা৷ সভাপতি ও সম্পাদক পদে পুননির্বাচিত হয়েছেন যথাক্রমে মোমতাজ উদ্দিন ফকির (বা থেকে দ্বিতীয়) ও মো. আবদুন নূর (কথা বলছেন)৷ গত নির্বাচনে (২০২২-২৩) সভাপতি ও সম্পাদকসহ সাতটি পদে জয় পেয়েছিলেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা৷ অপর সাতটি পদে জয় পেয়েছিলেন বিএনপি সমর্থিত আইনজীবীরা৷
দ্বিতীয় দিন
ভোটগ্রহণের দ্বিতীয় দিন ১৬ মার্চও দিনভর ছিল উত্তেজনা৷ সমিতি ভবন ও প্রাঙ্গণসহ ভোটারদের প্রবেশের জন্য গড়া ভোটের শামিয়ানার সামনে ছিল বিপুলসংখ্যক পুলিশ৷ আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীরা মুখোমুখি অবস্থান নিয়ে মিছিল-শ্লোগান দেন৷ শামিয়ানার সামনে দুই পক্ষের মধ্যে অন্তত দুদফা ধাক্কাধাক্কি হয়৷
পুনরায় নির্বাচন আয়োজনের দাবি
নির্বাচন পরিচালনা উপকমিটি গঠন করে ফের সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন দাবি করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা৷ একই সঙ্গে এই নির্বাচনে আইনজীবী ও সাংবাদিকদের ওপর পুলিশি হামলার ঘটনায় আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ দাবি করেন তারা৷ ১৯ মার্চ এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন তারা৷