সুচিকে নিয়ে তৈরি নতুন ছবি ‘দ্য লেডি’
২৮ আগস্ট ২০১১এবারের এই উৎসব হবে ষষ্ঠতম৷ ভেনিস চলচ্চিত্র উৎসবকে টেক্কা দিতেই কয়েক বছর আগে রোম চলচ্চিত্র উৎসব শুরু হয়৷ তবে এর ফলে চলচ্চিত্র প্রেমীদের সুবিধাই হয়েছে৷ আরও বেশি করে ছবি এখন আন্তর্জাতিক পরিমন্ডলে আসার সুযোগ পাচ্ছে৷ এই যেমন দ্য লেডি৷ ফরাসি পরিচালক লুক বেসোন এর তৈরি এই ছবির কাহিনী মূলত অং সান সুচিকে কেন্দ্র করে৷ তাঁর রাজনৈতিক জীবনে সংগ্রামের পাশাপাশি ব্যক্তিগত জীবনের অনেক কাহিনীও তুলে ধরা হয়েছে এই ছবিতে৷ উঠে এসেছে সুচির প্রয়াত স্বামী মাইকেল অ্যারিসের সঙ্গে তার ভালোবাসার গল্প৷ ১৯৮৯ সালে সামরিক জান্তার হাতে বন্দী হওয়ার পর থেকে স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছিন্নতার করুণ ইতিহাসও দেখানো হবে দ্য লেডি ছবিতে৷
ছবিটিতে অভিনয় করেছেন হলিউডের সাবেক বন্ড গার্ল মিশেলে ইওহ এবং এজন্য তাঁকে মিয়ানমারের সামরিক প্রশাসনের কোপানলে পড়তে হয়েছে৷ গত জুন মাসে এই ছবিতে অভিনয়ের জন্য মিয়ানমার যান মিশেলে ইওহ৷ কিন্তু সামরিক জান্তার বাধার মুখে তাঁকে মিয়ানমার ছাড়তে হয়৷ পরিচাকল লুক বেসন বলেন, আমি সুচির ব্যক্তিগত জীবনের ঘটনায় ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছি৷ আশা করি এই ছবি তার লক্ষ্যকে আরও তুলে ধরবে৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: জাহিদুল হক