সু চি-র ভূমিকায় অভিনয় করে পুরস্কার পাচ্ছেন মিশেল
১৮ মার্চ ২০১৩মিয়ানমারের বিরোধী নেত্রী অং সান সু চি-কে নিয়ে তৈরি চলচ্চিত্র ‘দ্য লেডি' গোটা বিশ্বে সমাদর পেয়েছে৷
সু চি-র ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন মিশেল ইয়েও৷ শুটিং-এর আগে ইয়াঙ্গনে গিয়ে সু চি-র সঙ্গে সাক্ষাতের চেষ্টা করলেও বিমানবন্দর থেকেই তাঁকে ফেরত পাঠিয়েছিল কর্তৃপক্ষ৷ তবে যে ছবিটি তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিল, তার নাম ‘ক্রাউচিং টাইগার, হিডেন ড্র্যাগন'৷ মার্শাল আর্টের সাধারণ ছবির ধারা থেকে ভিন্ন এই ছবিটির সাফল্য মনে রাখার মতো৷ ২০০০ সালে ৪টি অস্কার জিতেছিল ছবিটি৷
‘দ্য লেডি' ছবিতে অভিনয়ের জন্য মিশেল ইয়েও পাচ্ছেন ‘এক্সিলেন্স ইন এশিয়ান সিনেমা অ্যাওয়ার্ড'৷ এমন ধরণের সম্মান অবশ্য শিল্পীজীবনের শেষ দিকেই দেওয়া হয়৷ মিশেল ইয়েও তাই সাংবাদিকদের বলেন, ‘‘আশা করি এর মাধ্যমে আমাকে পরোক্ষভাবে অবসর নিতে বলা হচ্ছে না!''
হংকং শহরেই এমন পুরস্কার নিতে পেরে অত্যন্ত সন্তুষ্ট মিশেল৷ কারণ তাঁর অভিনয় জীবনের সূচনাই এই শহর থেকে৷ ‘ক্রাউচিং টাইগার, হিডেন ড্র্যাগন' ছবির ভক্তদের মনে আশা, ছবিটির দ্বিতীয় পর্বও তৈরি হবে৷ এমনকি সেই ছবিতে কুং ফু তারকা ডনি ইয়েন অভিনয় করবেন বলেও শোনা যাচ্ছে৷ মিশেল ইয়েও অবশ্য এমন কোনো পরিকল্পনার কথা জানেন না৷ তবে ডনি ইয়েন-এর ভক্ত হিসেবে তিনি সানন্দে তাঁর সঙ্গে দ্বিতীয় পর্বে অভিনয় করতে প্রস্তুত বলে জানিয়েছেন৷
এসবি/জেডএইচ (এপি)