সিস্টারহুড ক্লাব : লন্ডনে মুসলিম নারীদের ফুটবল ‘আন্দোলন’
এক সময় হিজাব পরে খেলতে গেলেই শুনতে হতো, ‘‘এই পোশাক পরে খেলবে কী করে?’’ তাই ফুটবল খেলা ছেড়ে দিতেন লন্ডনের অনেক মুসলিম তরুণী৷ সিস্টারহুড ক্লাব সেই সমস্যা দূর করে দিয়েছে মনের আনন্দে খেলার সুযোগ৷ দেখুন ছবিঘরে...
সিস্টারহুড ফুটবল ক্লাব কেন আলাদা?
‘‘সেন্ট্রাল লন্ডন পার্কের ক্লাবটিতে কেন খেলেন? এই ক্লাবটির কী এমন বিশেষত্ব যা আপনাকে আকৃষ্ট করে?’’ এসব প্রশ্নের জবাবে বার্তা সংস্থা রয়টার্সকে কামারা ডেভিস বলেন, ‘‘এটা মুসলিম নারীদের ফুটবল ক্লাব৷ এখানে মুসলিম নারীরা তাদের পছন্দের পোশাক পরে স্বচ্ছন্দে, মনের আনন্দে খেলতে পারেন৷’’
কামারার ইসলাম ধর্ম গ্রহণ ও ফুটবলে ফেরা
১৭ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন কামারা তখন মনে হয়েছিল প্রকাশ্যে আর শর্টস পরা হবে না, তাই ফুটবলও খেলা হবে না৷ কিন্তু সিস্টারহুড ক্লাব সেই আশঙ্কা দূর করেছে৷ ওই ক্লাবের সদস্য হয়ে কামারা বুঝতে পেরেছেন লন্ডনের বুকেই পর্দা মেনেও ফুটবল খেলা সম্ভব৷ এ প্রসঙ্গে কথা বলার সময় যেন উচ্ছাসের ঢেউ খেলে তার কণ্ঠে, ‘‘সত্যি বলছি, এখানে যখন খুব জোরে ফুটবলে লাথি মারি, খুব ভালো লাগে৷’’
যার হাত ধরে ‘মুসলিম বোনদের’ স্বপ্নপূরণ
ছাত্রজীবনে লন্ডন বিশ্ববিদ্যালয়ের গোল্ডস্মিথ কলেজের হয়ে ফুটবল খেলতেন ইয়াসমিন আব্দুল্লাহি৷ ফ্যাশন মডেল হিসেবে কর্মজীবন শুরু করার পরও সোমালিয়ান বংশোদ্ভূত এই বৃটিশ নাগরিকের ফুটবলের প্রতি টান ছিল৷ দেখতেন রক্ষণশীল মুসলিম পরিবারের অনেক মেয়েই ফুটবল ভালোবাসেন, খেলতেও চান৷ তাই মুসলিম পরিবারের ফুটবলামোদী মেয়েদের কথা ভেবেই ২০১৮ সালে সিস্টারহুড ফুটবল ক্লাব প্রতিষ্ঠা করেন ইয়াসমিন৷
শত নারীর ক্লাব
মাত্র চার বছর আগে যাত্রা শুরু করা ক্লাবটির সদস্য সংখ্যা এখন একশ’র কাছাকাছি৷ সাপ্তাহিক ট্রেনিং সেশনে নিয়মিত অংশ নেন সবাই৷ সেরা খেলোয়াড়দের নিয়ে গড়া তাদের প্রথম দলটি লেডিস সুপার লিগায় অংশ নেয় নিয়মিত৷ ওপরের ছবিতে লেডিস সুপার লিগা ম্যাচের ফাঁকে নামাজের প্রস্তুতি নিচ্ছেন সিস্টারহুডের খেলোয়াড় ফাতিমা আলী৷
ক্লাবের পোশাক
সিস্টারহুড ক্লাবের মেয়েরা পা থেকে মাথা পর্যন্ত ঢাকা পোশাক পরেই ফুটবল খেলেন৷ পর্দা মেনে খেলায় সামান্যতম সমস্যাও নেই ইয়াসমিন আব্দুল্লাহির প্রতিষ্ঠা করা ক্লাবে৷
ব্যাজেও হিজাব
সবার নিরাপত্তা নিশ্চিত করার কারণ দেখিয়ে ২০০৭ সালে হিজাব পরে ফুটবল খেলা নিষিদ্ধ করেছিল ফিফা৷ ২০১২ সালে সেই নিষেধাজ্ঞা অনেকটা শিথিল করা হয়৷ নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করা হয় দু বছর পর, অর্থাৎ ২০১৪ সালে ৷ সিস্টারহুড ক্লাব সেই ইতিহাস ভোলেনি৷ তাই নিষেধাজ্ঞা প্রত্যাহারের চার বছর পর প্রতিষ্ঠা করা ক্লাবের ব্যাজেও রেখেছে এক সময় সারা বিশ্বের ফুটবল মাঠে নিষিদ্ধ হওয়া হিজাবের ছবি৷