1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিলেটে কোয়ারান্টিন পালানো প্রবাসীদের জেল-জরিমানা

৩১ মার্চ ২০২১

যুক্তরাজ্য থেকে আসা দুই প্রবাসী সিলেটে কোয়ারান্টিন থেকে পালিয়ে যাওয়ায় তাদের সাত দিনের কারাদণ্ডসহ ১০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত৷

https://p.dw.com/p/3rPYP
প্রতীকী ছবিছবি: Reuters/M.P. Hossain

তাদের এই সাজা দেন মঙ্গলবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন৷ সাজাপ্রাপ্তরা সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার চানপুর গ্রাম ও সুনামগঞ্জের ছাতক উপজেলার গোদামপুর গ্রামের বাসিন্দা৷ তাদের বয়স ৩৫ থেকে ৪২ বছর৷ মেজবাহ উদ্দিন জানান, গত ২২ মার্চ যুক্তরাজ্য থেকে ফেরার পর ওই দুই প্রবাসী প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনের জন্য সিলেট শহরের দরগাগেইটে হোটেল স্টার প্যাসিফিকে ওঠেন এবং  কোয়ারান্টিনে থাকা অবস্থায় করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন৷ এই দুইজন ব্রিটিশ পাসপোর্টধারী বাংলাদেশি প্রতিবেদন আসার আগেই হোটেল থেকে পালিয়ে যান৷

মেজবাহ উদ্দিন বলেন, ‘‘মঙ্গলবার রাতে তাদের সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত৷ তারা জরিমানা পরিশোধ করেছেন৷ রাতেই তাদের কারাগারে পাঠানো হয়েছে৷’’

এর আগে গত ২০ মার্চ শহরের আম্বরখানার হোটেল ব্রিটানিয়া থেকে এক পরিবারের নয় সদস্য কোয়ারান্টিন থেকে পালিয়ে জকিগঞ্জস্থ গ্রামের বাড়ি চলে যায়৷ পরে তাদের প্রাপ্তবয়স্ক ছয়জনকে ফোন করে ডেকে এনে তিন হাজার টাকা করে মোট ১৮ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান