1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরীয় শিশুদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান

১৩ মার্চ ২০২০

সিরিয়ার গৃহযুদ্ধ দশম বছরে পা রাখতে যাচ্ছে৷ এই যুদ্ধের সবচেয়ে বড় বলি দেশটির শিশুরা৷ জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিশ্বকে সিরীয় শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে৷

https://p.dw.com/p/3ZOaT
Syrien Idlib-Provinz Kinder
ছবি: AFP

ইউনিসেফ জানায়, ‘‘যুদ্ধে প্রতি ১০ ঘণ্টায় একটি সিরীয় শিশু মারা যায়৷''

মার্চে প্রকাশিত ইউনিসেফের তথ্যানুযায়ী, ২০১৪ সাল থেকে ২০১৯ সালের শেষ পর্যন্ত দেশটিতে পাঁচ হাজার ৪২৭ শিশু যুদ্ধের বলি হয়েছে৷

এছাড়া সিরিয়ায় প্রায় ৫০ লাখ শিশু এবং দেশের বাইরে বিভিন্ন শরণার্থী ক্যাম্পে আরো প্রায় ২৫ লাখ সিরীয় শিশু চরম মানবেতর জীবন যাপন করছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়৷

ইউনিসেফ থেকে টুইটারে এক ভিডিও পোস্টে বলা হয়, সিরিয়ায় নয় বছরের কম বয়সের শিশুরা যুদ্ধ ছাড়া আর কিছুই দেখেনি৷ 

জার্মানিতে ইউনিসেফ কার্যালয়ের প্রধান বলেন,  ‘‘মানবিক সাহায্য হয়তো দেশটির যুদ্ধ শেষ করতে পারবে না৷ তবে এটা যুদ্ধে সবচেয়ে ক্ষতিগ্রস্তদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে সক্ষম হবে৷''

সিরিয়ায় যুদ্ধবিধ্বস্ত মানুষদের যে পরিমাণ সাহায্য প্রয়োজন তার মাত্রা ৪০ শতাংশ তারা পায়৷ এ কারণে সাহায্য বাড়াতে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ইউনিসেফ৷

ক্রিস্টিনা বুহাক/এসএনএল