1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় নির্বাচন

৬ মে ২০১২

সিরিয়ার সংকট সমাধানে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ যে গণতান্ত্রিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়নের অংশ হিসেবে সংসদ নির্বাচন করতে যাচ্ছেন আগামীকাল সোমবার৷

https://p.dw.com/p/14qoO
A framed portrait of Syria's President Bashar al-Assad, against which flowers have been left, is seen at a checkpoint as a Syrian soldier and United Nations (U.N.) observer walk by during a field visit made by U.N. observers to the Madaya area, near Damascus May 6, 2012. The observers are visiting one of the locations where there have been protests against Assad's regime. REUTERS/Khaled al- Hariri (SYRIA - Tags: POLITICS CIVIL UNREST MILITARY TPX IMAGES OF THE DAY)
ছবি: Reuters

তবে এই নির্বাচন বর্জনের ডাক দিয়েছেন আসাদ-বিরোধী গোষ্ঠী৷ এদিকে, দামেস্কে সহিংসতায় তিন জন নিহত৷

প্রায় ১৪ মাস আগে সরকার বিরোধী বিক্ষোভ-আন্দোলন শুরু হলে চাপের মুখে গণতান্ত্রিক সংস্কারের কথা দিয়েছিলেন বাশার আল-আসাদ৷ সেই প্রতিশ্রুতি অনুসারে প্রায় তিন মাস আগে সিরিয়ার সংবিধান সংশোধন করে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা চালুর বিধান করা হয়৷ ফলে নতুন সংবিধান অনুসারে সোমবার জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে যাচ্ছে প্রেসিডেন্ট আসাদের প্রশাসন৷ নির্বাচন দপ্তরের সূত্রে জানা গেছে, ২৫০টি আসনের জন্য ১১টি দল নির্বাচনে অংশ নিচ্ছে৷ এছাড়া বাথ পার্টির নেতৃত্বাধীন জাতীয় প্রগতিশীল জোটের শরিক আরো দশটি দলও নির্বাচনে যাবে৷

নির্বাচনের এক দিন আগে রবিবার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ জনগণের মাঝে গেছেন৷ রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, বাশার আল-আসাদ কসিয়ুন মাউন্টেন এলাকায় সিরিয়ার নিহত সামরিক সদস্যদের স্মরণে তৈরি বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন৷ কিন্তু নির্বাচনের তেমন কোন সাড়া কিংবা প্রস্তুতি খুব একটা দেখা যাচ্ছে না৷ কারণ সরকার বিরোধী আন্দোলনকারী গোষ্ঠী এই নির্বাচন বর্জনের ডাক দিয়েছে৷ এমনকি বিরোধী গোষ্ঠী ‘বিকল্প সংসদ' গঠনেরও ঘোষণা দিয়েছে৷ তারা এই নির্বাচনকে গণতান্ত্রিক প্রক্রিয়ার নামে একটি প্রহসন বলে এর সমালোচনা করেছে৷

epa03206596 Damaged cars are seen after an explosion at al-Thawra Street in Damascus, Syria, 05 May 2012. According to eyewitnesses, the blast went off near the Social Military Institution, causing material damages only. Nine cars have been totally damaged by the blast that has also smashed glass window of the institution and nearby buildings. EPA/STR +++(c) dpa - Bildfunk+++
দামেস্কে বোমা বিস্ফোরণ (ফাইল ছবি)ছবি: picture-alliance/dpa

বিরোধী গোষ্ঠীগুলোর অন্যতম প্রতিনিধিত্বকারী জোট ‘সিরিয়ায় গণতান্ত্রিক পরিবর্তনের জন্য সমন্বয়কারী পরিষদ' এর প্রধান হাইসাম মান্না ব্রাসেলস থেকে এক বিবৃতিতে বলেছেন, ‘‘আমরা এই নির্বাচনের বিরুদ্ধে৷ কারণ এখন সেখানে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের কোন বৈশিষ্ট্যই দেখা যাচ্ছে না৷'' এছাড়া লন্ডন থেকে সিরিয়ার জাতীয় পরিষদের সাবেক সদস্য হাইসাম মালেহ বলেছেন, ‘‘এটা এক ধরণের ব্যঙ্গ৷ বর্তমান প্রশাসনের একটি প্রচারণা মাত্র৷ প্রকৃত বিরোধী দল এই নির্বাচনে অংশ নিচ্ছে না৷''

এদিকে, দক্ষিণাঞ্চলের শহর দায়েল এর মানুষ স্বজন হারানোর ব্যথা বুকে নিয়ে এই নির্বাচনের প্রতিবাদ করেছেন সেখানে সরকারি বাহিনীর নির্যাতনে নিহত ২০ জনের ছবি ঝুলিয়ে৷ তারা বলছেন, এরাই সংসদ নির্বাচনের জন্য আমাদের মনোনীত প্রার্থী৷ অন্যদিকে, সিরিয়ার বিভিন্ন অঞ্চলে সহিংসতার খবর দিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস৷ তারা জানিয়েছে, দামেস্ক প্রদেশে সরকারি সেনাদের গুলিতে একজন এবং বোমা বিস্ফোরণে দুই জন নিহত হয়েছে৷ এছাড়া গত ১২ই এপ্রিল থেকে আন্তর্জাতিক গোষ্ঠীর প্রস্তাব অনুসারে অস্ত্র বিরতি শুরুর পর থেকে অন্তত ৬০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে অবজারভেটরি৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই (রয়টার্স, এএফপি, এপি, ডিপিএ)

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য