সিরিয়ায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে চায় জাতিসংঘ
৭ এপ্রিল ২০১৫১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে এ মাসে চেয়ারম্যানের দায়িত্বে আছেন জাতিসংঘে জর্ডানের রাষ্ট্রদূত দিনা কাওয়ার৷ সোমবার তিনি এক সংবাদ সম্মেলনে সিরিয়ার ইয়ারমুকের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন৷ গত ১ এপ্রিল ইয়ারমুক শরণার্থী শিবিরের বেশ বড় একটা অংশ দখল করে নেয় ইসলামিক স্টেট (আইএস)৷ অনেক মানুষ শিবির ছেড়ে যেতে বাধ্য হয়৷ শিবিরে আটকে পড়া এবং শিবির ছেড়ে যাওয়া প্রতিটি মানুষের জীবন নিয়েই উদ্বিগ্ন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ৷ দিনা কাওয়ার জানান, ফিলিস্তিনি শরণার্থীদের ওই শিবিরে জরুরি ভিত্তিতে ত্রাণসামগ্রী পাঠানো দরকার৷ ত্রাণ পাঠাতে বিলম্ব হলে সেখানে মানবিক বিপর্যয় আরো ভয়াবহ রূপ নিতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন৷
ইয়ারমুক শরণার্থী শিবিরের ১৮ হাজার মানুষের জন্য ফিলিস্তিনও উদ্বিগ্ন৷ শরণার্থীদের সহায়তা করতে সিরিয়া সরকারের সঙ্গে আলোচনার জন্য একটি প্রতিনিধি দল দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়েছে৷ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্যালেস্টাইন লিবারেশন অরগ্যানাইজেশন (পিএলও)-র কর্মকর্তা আহমেদ মাজদালানি৷ বার্তা সংস্থা এএফপিকে মাজদালানি জানান, প্রতিনিধি দল এ সফরে সিরিয়া সরকারের সঙ্গে ফিলিস্তিনি শরণার্থীদের কাছে ত্রাণ পৌঁছানো এবং তাদের বের করে আনার জন্য ইয়ারমুকের করিডোর ব্যবহারের বিষয়টি নিয়ে আলোচনা করবে৷ আইএস-কে কীভাবে প্রতিহত করা যায় সে বিষয়ে সিরিয়ায় অবস্থানরত বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে আলোচনা করা হবে বলেও জানিয়েছেন আহমেদ মাজদালানি৷
এসিবি/জেডএইচ (এএফপি)