সিরিয়া সংকট
৭ আগস্ট ২০১২সিরিয়া সংকট নিয়ে আলোচনা করতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহি আজ তুরস্ক সফরে যাচ্ছেন৷ সিরিয়ার বিদ্রোহীরা একদল ইরানি নাগরিককে পণবন্দি করায় ইরানের সরকার তৎপর হয়ে উঠেছে৷ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতি তেহরানের লাগাতার সমর্থন এবং বিদ্রোহ দমন করতে ইরানের রেভোলিউশনরি গার্ড বাহিনী পাঠানোর অভিযোগ তুলেছে বিদ্রোহীরা৷ সোমবার সিরিয়ার বিদ্রোহীদের এক মুখপাত্র জানিয়েছেন, সরকারি বাহিনীর হামলায় পণবন্দি তিন ইরানি নাগরিক নিহত হয়েছে৷ হামলা বন্ধ না হলে বিদ্রোহীরাই বাকি পণবন্দিদের হত্যার হুমকি দিয়েছে৷
তুরস্ক আসাদ প্রশাসনের জোরালো বিরোধিতা করে এলেও ইরান সে দেশের শরণাপন্ন হচ্ছে, কারণ বিদ্রোহীদের একটি অংশের উপর আঙ্কারার প্রভাব রয়েছে৷ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভোতলু'র সঙ্গে আলোচনায় সালেহি দামেস্কে আটক ৪৮ জন ইরানি তীর্থযাত্রীদের মুক্তির বিষয়ে আলোচনা করবেন৷ তুরস্ক ছাড়াও কাতার'এর কাছে এ বিষয়ে সহায়তা চেয়েছে ইরান৷ বিদ্রোহীদের প্রতি সমর্থনের কারণে ইরান অবশ্য এই দুই দেশের সমালোচনাও করেছে৷
আলেপ্পো শহরে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে জোরালো সংঘর্ষ চলছে৷ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস'এর সূত্র অনুযায়ী সোমবার গোটা দেশে কমপক্ষে ২২৬ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ১৪৭ জন নিরীহ মানুষ৷ রবিবার সেনাবাহিনী আলেপ্পো শহরে বাড়তি ২০,০০০ সৈন্য মোতায়েন করেছে বলে বিদ্রোহীরা দাবি করছে৷ সরকারের ঘনিষ্ঠ ‘আল ওয়াতান' সংবাদপত্রের সূত্র অনুযায়ী আলেপ্পো শহরে ছয় থেকে আট হাজার বিদ্রোহী যোদ্ধা রয়েছে৷
এদিকে আসাদ প্রশাসন ছেড়ে চলে যাচ্ছে একের পর এক কর্মকর্তা৷ তুরস্কের আনাতোলিয়া সংবাদ সংস্থার সূত্র অনুযায়ী সম্ভবত ২০ জন সিরীয় জেনারেল আসাদ শিবির ত্যাগ করে শুধু তুরস্কেই আশ্রয় নিয়েছে৷ সোমবার মোট ১,১৩৭ জন সিরীয় নাগরিক সীমান্ত পেরিয়ে তুরস্কে প্রবেশ করেছে৷ সামরিক বাহিনীর বিদ্রোহীদের জন্য তুরস্কে আলাদা শিবির তৈরি করা হয়েছে৷
এসবি / ডিজি (এএফপি, রয়টার্স)