সিরিয়ায় জুম্মাবারে নিহত ১৫, দাবি আন্দোলনকারীদের
২৫ জুন ২০১১জুম্মাবারে আন্দোলন
আন্দোলনকারীদের দাবি, সিরিয়ায় শুক্রবারের প্রার্থনার পর নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ছুঁড়েছে৷ রাজধানী দামেস্ক এবং অন্যান্য শহরে আন্দোলনকারীদের উপর হামলা চালায় নিরাপত্তা বাহিনী৷ দামেস্কের দক্ষিণের একটি মসজিদের কাছে বিক্ষোভকারীদের উপর সেনারা গুলি চালালে পাঁচ ব্যক্তি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়৷ রাজধানীর বারজা শহরে নিশানাবাজ বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারায় কমপক্ষে তিন ব্যক্তি৷ তবে সেদেশের রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, সেনারা নয় বরং অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে৷ এছাড়া, হোমস এবং কুয়াসির শহরেও প্রাণ হারিয়েছে একাধিক বিক্ষোভকারী৷
বলাবাহুল্য, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এর বিরুদ্ধে গত মার্চে শুরু হয় আন্দোলন৷ এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা তেরশোর বেশি৷ সেদেশে গণমাধ্যমের উপর কড়া নিষেধাজ্ঞা রয়েছে৷ তাই এই হতাহতের বিষয়ে স্বাধীনভাবে কোন তথ্য সংগ্রহ সম্ভব হয়নি৷
হাতিয়ার ফেসবুক
সিরিয়ায় গত কয়েক সপ্তাহ ধরেই শুক্রবারে বিশেষ আন্দোলনের ঘোষণা দিচ্ছিলেন বিক্ষোভকারীরা৷ এই ঘোষণার কাজে ব্যবহার করা হচ্ছে ফেসবুক৷ এবারের আন্দোলনের স্লোগান ছিল, ‘‘বাশার আর আমাদের প্রেসিডেন্ট নন, তাঁর সরকার আমাদের প্রতিনিধিত্ব করে না''৷ ফেসবুকে এই আহ্বানে সাড়া দিয়েই শুক্রবার পথে নামে হাজার হাজার বিক্ষোভকারী৷
সিরিয়া ছেড়ে তুরস্কে
তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গত বৃহস্পতিবার দেড় হাজার এর বেশি সিরীয় নাগরিক সীমান্ত অতিক্রম করে তুরস্কে পৌঁছেছে৷ সিরিয়ার সীমান্ত সংলগ্ন খাইরবাট আল-জের শহরে সেনারা অভিযান শুরু করলে গ্রামবাসী সীমান্ত অতিক্রম করে তুরস্কে আশ্রয় নেয়৷ বর্তমানে প্রায় বারো হাজার সিরীয় তুরস্কে শরণার্থী হিসেবে অবস্থান করছে৷
আন্তর্জাতিক সম্প্রদায়ের মন্তব্য
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন সিরিয়ার সরকারবিরোধী দমনপীড়নকে আখ্যা দিয়েছেন ‘খুবই যন্ত্রণাদায়ক' হিসেবে৷ ইউরোপীয় ইউনিয়ন সেদেশের উপর নিষেধাজ্ঞা আরো কড়া করেছে৷ বাশার প্রশাসনের বেশ কয়েকজন প্রতিনিধির সম্পদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ এই তালিকায় ইরানের রেভ্যুলেশনারি গার্ডের তিন সদস্যকেও যুক্ত করা হয়েছে৷ তাদেরকে ইইউভুক্ত কোন দেশের ভিসা প্রদান করা হবে না৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়