সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা
৩ জুন ২০১৯সানা জানায়, রোববার সিরিয়ার হোমস নগরের এক বিমানঘাঁটিতে এ হামলা চালানো হয়৷ সেনাবাহিনীর এক সূত্র সানা-কে বলেন, ‘‘হামলায় একজন সৈন্য নিহত এবং দু'জন আহত হয়েছেন৷ এছাড়া অস্ত্রের গুদামও ক্ষতিগ্রস্ত হয়েছে৷'' হামলার বিষয়ে এখনো ইসরায়েলের কোনো বক্তব্য পাওয়া যায়নি৷ ব্রিটেনভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হোমস-এর ওই ঘাঁটিতে ইরান এবং হেজবোল্লাহ-র সৈন্যরাও রয়েছেন৷
এ নিয়ে সিরিয়ায় এক দিনের মধ্যে দ্বিতীয় হামলা চালালো ইসরায়েল৷ এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে সিরিয়ার বেশ কিছু লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছিল৷ মূলত সেনাঘাঁটি এবং পর্যবেক্ষণ কেন্দ্রে চালানো ওই হামলায় তিনজন সিরীয় সৈন্যসহ অন্তত ১০ জন নিহত হয়েছে বলে দাবি করেছিল তারা৷ আইডিএফ-এর পক্ষ থেকে বলা হয়, সিরিয়া থেকে ইসরায়েলে দু'টি রকেট নিক্ষেপের জবাব হিসেবে সেই হামলা চালানো হয়৷ আইডিএফ-এর বিবৃতিতে বলা হয়, ‘‘ আমরা মনে করি, (রকেট হামলার জন্য) সিরিয়া সরকার দায়ী৷ ইসরায়েলের বেসামরিক নাগরিকদের ক্ষতি করার যে-কোনো চেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে৷''
সিরিয়ায় ইরানের উপস্থিতি বরদাশত করবে না ইসরায়েল
সিরিয়ায় প্রায় নিয়মিত বিরতিতেই ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েল৷ মূলত হেজবোল্লাহ এবং ইরানের এলিট ফোর্স-কে লক্ষ্য করে হামলাগুলো চালানো হচ্ছে বলে দাবি তেল আবিবের৷ তেল আবিব মনে করে, সিরিয়ায় স্থায়ীভাবে অবস্থান নেয়ার জন্যই প্রেসিডেন্ট বাশার আল আসাদের সহায়তায় সেনা পাঠিয়েছে ইরান৷ সিরিয়ায় ইরানের সেনা সদস্যদের অবস্থান মেনে নেয়া হবে না বলেও জানিয়ে দিয়েছে ইসরায়েল৷
এসিবি/কেএম (এপি, এএফপি, ডিপিএ)