সিরিয়ার জন্য আরো অর্থ সাহায্য!
২৫ এপ্রিল ২০১৮বুধবার থেকে ব্রাসেলসে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগে সিরিয়ার জন্য ত্রাণ নিয়ে আলোচনা করতে দু'দিনব্যাপী সম্মেলন শুরু হচ্ছে৷ বিভিন্ন দেশের ৮০ জনের বেশি প্রতিনিধি এতে অংশ নিচ্ছেন৷
জার্মানি ২০১২ সাল থেকে এখন পর্যন্ত সিরিয়ার জন্য সাড়ে চার বিলিয়ন ইউরো সহায়তা দিয়েছে৷ জার্মান সরকারের বাজেট চূড়ান্ত হওয়ার পর সিরিয়ার জন্য আরও ৩০০ মিলিয়ন ইউরো বরাদ্দ করা হতে পারে বলে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে৷
জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘‘শুধুমাত্র সিরিয়াতেই ১৩ মিলিয়ন মানুষের মানবিক সহায়তা প্রয়োজন৷ সিরিয়ার নাগরিকদের একা ছেড়ে দেয়া আমাদের উচিত হবে না৷''
তিনি বলেন, সিরিয়ার সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিয়ে জার্মানি উদ্বিগ্ন৷ পাশাপাশি সিরিয়ার সমস্যা সমাধানে রাজনৈতিক প্রক্রিয়া শুরু করতে চায় জার্মানি, বলেন হাইকো মাস৷
এদিকে, ব্রাসেলসে যে ত্রাণ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সেখানে গতবছরের তুলনায় এবার অঙ্গীকারের পরিমাণ বাড়বে বলে আশা করছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো৷ গতবছরের সম্মেলনে মোট ছয় বিলিয়ন ডলারের অঙ্গীকার করা হয়েছিল৷ অবশ্য এর মধ্যে মাত্র এখন পর্যন্ত মাত্র ২ দশমিক ৩ বিলিয়ন ডলার পাওয়া গেছে বলে জাতিসংঘের সংস্থাগুলো জানিয়েছে৷
২০১১ সালে সিরিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে ইউরোপীয় ইউনিয়ন, ইইউ-র দেশগুলো এখন পর্যন্ত সর্বোচ্চ সহায়তা দিয়েছে, যার পরিমাণ ১০.৬ বিলিয়ন ইউরো৷ অবশ্য ব্রাসেলসের ত্রাণ সম্মেলন নিয়ে আলাদা একটি লক্ষ্যের কথা জানিয়েছেন ইইউ-র পররাষ্ট্র বিষয়ক প্রধান ফ্রেডেরিকা মোঘেরিনি৷ এই সম্মেলনকে কাজে লাগিয়ে তিনি সিরিয়া বিষয়ে স্থগিত থাকা জেনেভা শান্তি আলোচনা পুনরায় শুরু করতে চান, এবং এর মাধ্যমে সমস্যার একটি সমাধান চান তিনি৷
উল্লেখ্য, সিরিয়ায় সাত বছরের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের কারণে দেশটির অনেক নাগরিক তুরস্ক, লেবানন, জর্ডানসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে৷ জার্মানিতেও অনেক সিরীয় নাগরিক আশ্রয় নিয়েছেন৷
জেডএইচ/ডিজি (ডিপিএ, রয়টার্স)