সিরাজগঞ্জে চার জঙ্গির আত্মসমর্পণ
২০ নভেম্বর ২০২০শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে র্যাব সদরদপ্তরের মিডিয়া শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, ‘‘চার জঙ্গি আত্মসমর্পণ করেছে৷ ওই বাড়িতে এখন আর কেউ নেই, ভেতরে তল্লাশি চলছে৷'' র্যাব কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, আত্মসমর্পণকারীদের মধ্যে কিরণ নামের একজন পাবনা-সিরাজগঞ্জ অঞ্চলে নব্য জেএমবির দ্বিতীয় প্রধান৷
র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, ‘‘গত শনিবার রাজশাহীতে এক অভিযানে কয়েকজনকে আটক করে র্যাব৷ তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টার দিকে উকিলপাড়ার ওই বাড়িতে র্যাবের একটি দল যায়৷ ওই বাড়ি থেকে র্যাব সদস্যদের দিকে গুলি ছোড়া হয়৷ এরপর বাড়িটি ঘিরে ফেলে অভিযানের প্রস্তুতি শুরু হয়৷'' টিনশেড বাড়িটিতে দুটি পিস্তল, রাম দা, চাপাতি, বোমা তৈরির সরঞ্জাম ও উগ্র মতবাদের বই পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি৷
এনএস/জেডএইচ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)