সিনেমা হলে ঢোকার আগে যা জানা প্রয়োজন
সিনেমা হলে প্রবেশের পর অনেকক্ষেত্রেই বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়, বিশেষ করে জার্মানিতে৷ তাই এ দেশে ছবি দেখতে যাওয়ার আগে কিছু বিষয় জেনে যাওয়া জরুরি৷ চলুন সেগুলো দেখে নেই৷
দ্রুত টিকিট সংগ্রহ করুন, দেরিতে আসুন
জার্মানরা যদিও ছুটি কাটাতে গিয়ে সুইমিং পুলের পাশের সিটটা আগের রাতেই তোয়ালে রেখে দখল করে আসে, সিনেমা হলে সেটার প্রয়োজন নেই৷ অধিকাংশক্ষেত্রে টিকিট কাটার সময়ই আপনি সিট নম্বর সংগ্রহ করে নিতে পারেন৷ তাই আগেভাগে টিকিট কেটে, সিনেমা শুরুর কিছুক্ষণ আগে হলে চলে যান৷ এমনটা করলে অকারণে লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না৷
নোনতা নাকি মিষ্টি?
জার্মানির সিনেমা হলে সাধারণত মিষ্টি পপকর্ন পাওয়া যায়৷ তবে অনেক সিনেমা হলে নোনতা পপকর্নও থাকে৷ তাই অর্ডার দেয়ার সময় আপনার পছন্দের কথা পরিষ্কারভাবে জানান৷ তা না হলে মিষ্টি পপকর্নই কিন্তু কপালে জুটবে!
কারো আইসক্রিম লাগবে?
আগে সিনেমা শুরুর আগে এবং বিজ্ঞাপন দেখানোর পর সিনেমা হলেরই এক ব্যক্তি বড় ট্রেতে করে আইসক্রিম নিয়ে হলের মধ্যে ঘুরতেন৷ কেউ চাইলে তার কাছ থেকেই আইসক্রিম কিনে নিতে পারতেন৷ কিন্তু এখন এটা তেমন আর দেখা যায় না৷ তবে কিছু সিনেমা হলে এই চর্চাটা আজও থেকে গেছে৷ তাই হঠাৎ এরকম কাউকে দেখলে অবাক হবেন না৷
একই চেহারা, ভিন্ন গলা
ইউরোপের অন্যান্য দেশে ইংরেজি ছবি সাবটাইটেলসহ দেখানো হয়৷ তবে জার্মানিতে সেটা দেখানো হয় ভাষান্তর করে৷ যাঁরা ডাবিং করেন, তাঁরা সাধারণত একজন অভিনেতার জন্য সারা জীবন কাজ করেন৷ ফলে জার্মানরা জর্জ ক্লুনি কিংবা ব্র্যাড পিটের যে গলার সঙ্গে পরিচিত, আদতে সেটা তাদের গলা নয়৷ তাই আপনি প্রথমবার সিনেমা হলে গিয়ে ভিন্ন গলা শুনলে, অবাক হবেন না কিন্তু৷
প্রেক্ষাগৃহ নিজেই যখন গল্প বলে
জার্মানির বহু সিনেমা হলেরই নিজস্ব ইতিহাস আছে৷ যেমন বার্লিনের চিড়িয়াখানার অদূরে ‘সো পালাস্ট’ বা ‘জু প্যালেস’ প্রেক্ষাগৃহ৷ একসময় জার্মানির সবচেয়ে মনোহর প্রেক্ষাগৃহ হিসেবে পরিচিত এই জায়গায় রুমি শ্নাইডার এবং সোফিয়া লোরেন্সের মতো বড় তারকারা তাঁদের প্রথম সাফল্য উদযাপন করেছেন৷ প্রেক্ষাগৃহটি সম্প্রতি সংস্কার করে আবারো চালু করা হয়েছে৷
পাশের সেটে চিত্রায়ন
আপনি যদি জার্মানিতে, বিশেষ করে বার্লিনে কোনো সিনেমা দেখেন তাহলে হতে পারে যে, সিনেমাটির কিছু অংশ সেই প্রেক্ষাগৃহেরই বাইরে চিত্রায়ন করা হয়েছে৷ ইউরোপ এবং হলিউডের চিত্র পরিচালকদের এক পছন্দের জায়গা বার্লিন৷ অনেক ছবির চিত্রায়ন এখানে হয়েছে, হচ্ছেও৷