সিটি নির্বাচনের জন্য প্রস্তুত ঢাকা
৩০ জানুয়ারি ২০২০আগামী ১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে একযোগে ভোট গ্রহণ শুরু হবে, চলবে বিকাল ৪টা পর্যন্ত৷ এবার সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে৷
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিপত্রে ভোটের দুই দিন আগে অর্থাৎ ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিন নগরীর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করবে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স৷
এরইমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে নামতে শুরু করেছেন বলে জানায় ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷
এবার নির্বাচনী প্রচারের সময় কয়েকটি জায়গায় হামলা এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে৷ প্রধান দুই দল আওয়ামী লীগ এবং বিএনপি থেকে পরস্পরের বিরুদ্ধে নির্বাচন ঘিরে ঢাকায় ‘বহিরাগত ও সশস্ত্র সন্ত্রাসী' জড়ো করার অভিযোগও উঠেছে৷
কয়েকদিন আগে বিএনপির দুই মেয়র প্রার্থীর প্রচার দলের উপর হামলা ছাড়াও উভয় দলের কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে মারামারির কয়েকটি ঘটনা ঘটেছে৷ সংঘর্ষে জড়িত কয়েকজনকে গ্রপ্তার করেছে পুলিশ৷ তাদের মধ্যে ছাত্রদলের এক সাবেক নেতা রয়েছেন৷
ভোট ঘিরে নিরাপত্তা ব্যবস্থা:
বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার দুই সিটিতে মোট ৬৫ প্লাটুন বিজিবি নামানো হয়েছে৷ এর মধ্যে উত্তরে ২৭ প্লাটুন এবং দক্ষিণে ৩৮ প্লাটুন বিজিবি সদস্য ভোটের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন বলে জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম৷
তিনি বলেন, ‘‘ভোটের দিনের জন্য আরও ১০ প্লাটুন বিজিবি রিজার্ভ রাখা হয়েছে, প্রয়োজনে তাদেরকেও মোতায়েন করা হবে৷''
এ নির্বাচনের আইন শৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেলের নেতৃত্ব দিচ্ছেন নির্বাচন কমিশনের এনআইডি উইংয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম৷
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বৃহস্পতিবার থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত আইন শৃঙ্খলাবাহিনীর অর্ধ লক্ষ সদস্য মাঠে থাকবেন৷
এছাড়া নির্বাহী ও বিচারিক হাকিমদের নেতৃত্বে পুলিশ, র্যাব, বিজিবি, এপিবিএন সদস্যদের মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স নির্বাচনী এলাকায় টহলে থাকবেন৷ কেন্দ্রে কেন্দ্রে থাকবেন আনসার ও ভিডিপির সদস্যরা৷
দুই সিটির ২৪৬৮টি ভোট কেন্দ্রে অর্ধলক্ষের বেশি ভোটগ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন৷
মেয়র প্রার্থী:
এবার দুই সিটিতে মেয়র পদের জন্য লড়ছেন বিভিন্ন দলের ১৩ জন (দক্ষিণে ৭, উত্তরে ৬ জন) প্রার্থী৷ তবে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপির চার প্রার্থীর প্রচারের ডামাডোলে অনেকটাই ম্রিয়মান অন্যরা৷
উত্তর সিটিতে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম এবং বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল৷ দক্ষিণ সিটিতে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন এবং আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস৷
প্রধান চার প্রতিদ্বন্দ্বীর ইশতেহার পর্যালোচনা করে দেখা গেছে,রাজধানীর মূল সমস্যাগুলো সমাধানের অঙ্গীকার করেছেন সবাই৷ প্রতিশ্রুতি দিচ্ছেন আধুনিক সচল ঢাকা গড়ার৷
ভোটের তথ্য:
উত্তর সিটি করপোরেশন: সাধারণ ওয়ার্ড ৫৪টি, সংরক্ষিত ১৮টি, মোট ভোট কেন্দ্র ১৩১৮টি৷ মোট ভোটার ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন৷ তাদের মধ্যে ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ জন পুরুষ, ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন নারী৷
দক্ষিণ সিটি করপোরেশন: সাধারণ ওয়ার্ড ৭৫টি, সংরক্ষিত ২৫টি, মোট ভোটকেন্দ্র ১ হাজার ১৫০টি৷ মোট ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন৷ তাদের মধ্যে ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ জন পুরুষ; ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন নারী৷
এসএনএল/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)