1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিএনজিতে এখন আর বাস চলে না, দাবি মালিকপক্ষের

৭ নভেম্বর ২০২১

বাংলাদেশে ভাড়া বৃদ্ধির আওতায় সিএনজিচালিত বাস পড়বে না, সড়ক পরিবহণ কর্তৃপক্ষের এমন নির্দেশনার পর মালিকরা বলছেন গ্যাসচালিত বাস এখন নেই৷ অথচ বিআরটিএর হিসাব অনুযায়ী, ঢাকায় ৯৫ শতাংশ বাসই সিএনজিচালিত৷

https://p.dw.com/p/42h9f
বাংলাদেশে ভাড়া বৃদ্ধির আওতায় সিএনজি চালিত বাস পড়বে না, সড়ক পরিবহণ কর্তৃপক্ষের এমন নির্দেশনার পর মালিকরা এখন বলছেন কোন বাসই গ্যাসে চলে না৷ অথচ বিআরটিএ-এর হিসাব অনুযায়ী, ঢাকায় ৯৫ শতাংশ বাসই সিএনজি চালিত৷
ছবি: DW/R. Murtuza

রোববার বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ-বিআরটিএর সঙ্গে পরিবহণ মালিকদের বৈঠকে ডিজেলচালিত বাসের ভাড়া ২৭ ভাগ বৃদ্ধির সিদ্ধান্ত হয়৷ আর লঞ্চের ভাড়া বেড়েছে ৩৫ ভাগ৷ ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটার লঞ্চের ভাড়া এক টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে দুই টাকা ৩০ পয়সা এবং ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে এক টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে দুই টাকা নির্ধারণ করা হয়েছে৷ জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ১৮ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে৷

ডিজেলচালিত দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া এক টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে এক টাকা ৮০ পয়সা হবে৷ ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর জন্যে কিলোমিটার প্রতি মিনিবাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে দুই টাকা ১৫ পয়সা৷ যা আগে ছিলো এক টাকা ৬০ পয়সা৷ বড় বাসের ভাড়া এক টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে দুই টাকা ১৫ পয়সা করা হয়েছে৷ তবে মহানগরীতে বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া আট ও ১০ টাকা নির্ধারণ করা হয়েছে৷ নগরীতে বাসের ভাড়া বেড়েছে ২৬ দশমিক পাঁচ ভাগ৷

সিদ্ধান্তের প্রেক্ষিতে রোববার রাত থেকেই বাস ও লঞ্চ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে৷ তবে ট্রাক-কাভার্ড ভ্যান মালিকরা এখনো ধর্মঘটে আছেন৷ তারা ডিজেলের দাম কমানোর দাবিতে অনড় রয়েছেন৷

পরিবহণ মালিকরা ফায়দা লুটেছে: এস এম নাজের হোসেন

ঢাকায় ৯৫ শতাংশ বাস গ্যাসে চলে
বিআরটিএ বলছে, ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত শুধু ডিজেলচালিত যানের ক্ষেত্রেই কার্যকর হবে৷ গ্যাসচালিত (সিএনজি) বাসের ক্ষেত্রে আগের ভাড়াই বহাল থাকবে৷ বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ বলেন, ‘‘সিএনজিচালিত বাসের ভাড়া বাড়বে না৷ কারন সিএনজির দাম বাড়েনি৷’’ তবে এটা নিশ্চিত করার কোনো পদ্ধতি বা কৌশল নেয়া হয়নি৷

পরিবহণ বিশ্লেষকরা বলছেন, মালিকরা সাধারণ মানুষকে জিম্মি করে সরকারকে চাপে ফেলে বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আদায় করে নিয়েছে৷ এখন তারা ডিজেল আর গ্যাসচালিত দেখবে না৷ বরং সব বাসেই ভাড়া বাড়িয়ে দিবে৷ এ কারণেই তারা ডিজেল ও গ্যাসচালিত বাসে আলাদা স্টিকার লাগাতে রাজি না৷  

বিআরটিএর হিসাব অনুযায়ী, ঢাকার ভেতরে মোট বাস ১২ হাজার ৫২৬টি৷ তার মধ্যে গ্যাসে চলে ১১ হজার ৯০০টি৷ ডিজেলে চলে ৬২৬টি৷ ঢাকা থেকে দূরপাল্লার বাস মোট ১৬ হাজার৷ তার মধ্যে গ্যাসে চলে ১১ হাজার ২০০৷ ডিজেলে চলে চার হাজার ৮০০৷ সারাদেশে মোট বাস ৭৮ হাজার৷ তার মধ্যে গ্যাসে চলে ৪৬ হাজার ৮০০টি৷ ডিজেলে চলে ৩১ হাজার ২০০টি৷ পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান সারাদেশে তিন লাখ ৫১ হাজার ৭৩টি৷ প্রায় সবই ডিজেলে চলে৷

এই হিসাব অনুযায়ী, ঢাকা শহরে ৯৫ শতাংশ বাসই গ্যাসে বা সিএনজিতে চলে৷ আর দূরপাল্লার বাসও গড়ে ৭০ ভাগের বেশি গ্যাসে চলে৷ তাই ভাড়া বাড়ানোর ঘোষণায় ঢাকা শহরে বাসের ভাড়া বাড়ার কথা না৷ আর দূরপাল্লায়ও অর্ধেকের বেশি বাসের ভাড়া বাড়ার কথা না৷ বাস্তবে কি সেটা ঘটবে?

‘সব গাড়ি আবার ডিজেলে ফেরত গিয়েছে

বড়জোর এক-দুই শতাংশ বাস গ্যাসচালিত: খন্দকার এনায়েত উল্যাহ

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব এর  ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসেন বলেন, ‘‘শুধু ডিজেলচালিত বাসের ব্যাপারে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হলেও সব বাসেই এখন ভাড়া বাড়ানো হবে৷ কেউ থামাতে পারবে না৷’’

বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যার কথায়ও সেই ইঙ্গিতই মিলল৷ তার দাবি, এখন আর কোনো গাড়ি গ্যাসে চলে না৷ যদি চলে তা শতকরা দুই ভাগের বেশি হবে না৷ তার মতে, ভাড়া বাড়ানো হয়েছে শুধু ডিজেল নয় আরো অনেক কিছু বিবেচনা করে৷

তিনি বলেন, ‘‘আমাদের দেশে যতগুলো (বাস) গ্যাসে চলে সব কনভার্টেড৷ কনভার্শন এর পর যখন গ্যাসে চালানো হয়েছে তখন দেখা গেছে ছয় মাসের উপর ইঞ্চিন চলে না৷ পরে সব গাড়ি আবার ডিজেলে ফেরত গিয়েছে৷’’ 

বড়জোর এক-দুই শতাংশ বাস গ্যাসচালিত থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, সেগুলো এখন চিহ্নিত করা সম্ভব না৷ 

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোাজাম্মেল হক চৌধুরী বলেন, ‘‘বাস মালিকরা ভাড়া বাড়ানোর একটি ইস্যু পেয়েছেন সেটা তারা ব্যবহার করেছেন৷ তারা গ্যাসের দাম বাড়লে বলেন অধিকাংশ গাড়ি গ্যাসে চলে৷ আর এখন বলছেন সব গাড়ি ডিজেলে চলে৷ বাস্তবতা হলো তারা এখন সব বাসের ভাড়াই বাড়িয়ে দিবেন৷ যাত্রীরা কয়েকদিন এটা নিয়ে প্রতিবাদ করবেন ৷ তারপর শেষ৷’’

তিনি বলেন, ‘‘আমরা ২০১৫ সাল থেকে এই কারণে গ্যাস চালিত ও ডিজেল চালিত গাড়িতে আলাদা স্টিকার দাবি করছি৷ সেটা মানা হচ্ছে না৷’’

তার মতে ভাড়া বাড়ানোর পুরো সিদ্ধান্তটিই অন্যায়ভাবে নেয়া হয়েছে৷ কারন করোনার সময় ৬০ ভাগ বাস ভাড়া বাড়ানো হয়েছে৷ সেই ভাড়া মাত্র ২৩ শতাংশ কমানো হয়েছে৷

ক্যাবের এস এম নাজের হোসেন বলেন, ‘‘মাঝখানে সিটিং সার্ভিস করে ঢাকায় বাসে উঠলেই পাঁচ টাকা দেয়ার নিয়ম চালু করা হয়৷ এরপর সেটা করা হয় ১০ টাকা৷ এখন তো আর সিটিং সার্ভিস নাই৷ তার ওপর ওই ১০ টাকা এবার স্থায়ী করে দেয়া হয়েছে৷’’ তিনি মনে করেন, ‘‘ডিজেলের দাম বাড়ানো ঠিক হয়নি৷ সরকারের ভর্তুকি দেয়া উচিত ছিলো৷ তাহলে বাস মালিকরা এই জিম্মি করার সুযোগ নিতে পারত না৷ পরিবহণ মালিকরা ডিজেলের দাম বাড়ানোর সুযোগ নিয়ে সরকারকে চাপে ফেলে তাদের ফায়দা লুটে নিয়েছে৷’’

এদিকে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করেননি৷ তাদের দাবি ডিজেলের দাম কমাতে হবে৷ বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের কার্যকরী সভাপতি রুস্তুম আলী খান বলেন, ‘‘বাসের তো কিলোমিটারের হিসাব আছে৷ আমাদের তো সেই হিসাব নাই৷ আমরা পণ্য পরিবহণ করি চুক্তিভিত্তিক৷ ফলে আমরা ক্ষতিগ্রস্ত হব৷ আমরা তাই চাই ডিজেলের দাম কমিয়ে আগের অবস্থায় নেয়া হোক৷’’

২০১৯ সালের ছবিঘর দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান