সরে গেল বিদ্রোহীরা
১০ আগস্ট ২০১২তবে বিদ্রোহী ‘ফ্রি সিরিয়ান আর্মি'র কম্যান্ডার হোসাম আবু মোহাম্মদ বলেছেন, তাঁরা কৌশলগত কারণে সালাহেদ্দিন থেকে সরে এসেছেন৷ বিদ্রোহীরা সেখান থেকে পার্শ্ববর্তী সুকারি এলাকায় চলে গেছেন বলে জানিয়েছেন তিনি৷ সুকারি থেকেই বিদ্রোহীরা তাদের পরবর্তী অভিযানগুলো পরিচালনা করবে বলে জানিয়েছেন আবু মোহাম্মদ৷
এদিকে সিরিয়ার সরকারি টেলিভিশন বলছে, সেনাবাহিনীর একটি বিশেষ দল সালাহেদ্দিনকে ‘সন্ত্রাসীমুক্ত' করেছে৷
লন্ডন ভিত্তিক ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' বলছে, বৃহস্পতিবার সিরিয়ায় সংঘর্ষে ৯৬ জন নিহত হয়েছে৷ এর মধ্যে ৩৭ জন সাধারণ নাগরিক, ৩১ জন সেনাসদস্য ও ২৮ জন বিদ্রোহী৷ এর মধ্যে শুধু আলেপ্পোতেই মারা গেছে প্রায় ১৭ জন৷
এদিকে আজ শুক্রবার জুম্মার নামাজের পর সরকার বিরোধী বিক্ষোভের ডাক দিয়েছে ফেসবুক গ্রুপ ‘সিরিয়া বিপ্লব ২০১১'৷ আজকের স্লোগান হচ্ছে ‘‘আমাদেরকে বিমান বিধ্বংসী হাতিয়ার দাও'৷
আলজেরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী লাখদার ব্রাহিমিকে জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূতের দায়িত্ব দেয়া হতে পারে বলে জানা গেছে৷ বিভিন্ন কূটনীতিক সূত্রে এই খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি৷
ব্রাহিমি এর আগে ২০০১ সালের সেপ্টেম্বর হামলার পর আফগানিস্তানে জাতিসংঘের দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন৷ এছাড়া ২০০৩ সালে মার্কিন বাহিনীর ইরাক অভিযানের পরও তিনি সেখানে জাতিসংঘের দূতের দায়িত্ব পালন করেন৷
আগামী সপ্তাহে ব্রাহিমির নাম ঘোষণা করা হতে পারে৷ তিনি কোফি আনানের স্থলাভিষিক্ত হবেন৷ আনান এ মাস পর্যন্ত দায়িত্বে থাকবেন৷ সিরিয়া সমস্যা সমাধানে নিজের দেয়া প্রস্তাব বাস্তবায়নে যথেষ্ট আন্তর্জাতিক সমর্থন না পাওয়ায় আনান তাঁর পদ থেকে পদত্যাগের আগ্রহ ব্যক্ত করেন৷
এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন আগামীকাল শনিবার তুরস্ক সফরে যাচ্ছেন৷ সেখানে তুর্কি নেতা ছাড়াও সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে খবর৷
জেডএইচ / ডিজি (এএফপি)