‘সালাহ উদ্দিনকে ফিরিয়ে আনতে সমস্যা’
১৩ মে ২০১৫দু'মাসেরও বেশি সময় নিখোঁজ থাকার পর অবশেষে সন্ধান পাওয়া গেছে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের৷ তাই এবার ভারত থেকে তাঁকে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তাঁর স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ৷ বুধবার নিজের বাসায় এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘সরকারের সহযোগিতা সবসময় কামনা করছি৷ সরকারের সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব নয়৷''
ভারতের ভিসা পেলেই ‘যতদ্রুত সম্ভব' শিলংয়ের উদ্দেশ্যে রওনা হতে চান বলে জানান বিএনপির এই যুগ্ম মহাসচিবের স্ত্রী৷ বলেন, ‘‘ভিসার জন্য সকালেই আবেদন জমা দিয়েছি৷ ভিসা পেলেই শিলং রওনা হবো৷''
সালাহ উদ্দিন আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার কোনো উদ্যোগ নেবে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ডয়চে ভেলেকে বলেন, ‘‘তিনি তো ভারতে আত্মগোপনে ছিলেন৷ তাই যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাঁকে দেশে ফিরিয়ে আনা হবে৷''
কিভাবে প্রক্রিয়াগুলো শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, ‘‘সালাহ উদ্দিন আহমেদ এখন ভারতে অবস্থান করছেন৷ তাঁর বিরুদ্ধে সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে৷ ফলে তাঁকে আনতে হলে ভারত সরকারের একটা আইনি প্রক্রিয়া থাকবে এবং আমাদের একটা আইনি প্রক্রিয়া থাকবে৷ সেখানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখ্য ভূমিকা নেবে৷ আমরা সেভাবেই শুরু করছি৷ তবে আমরা এখনও ‘অফিশিয়ালি' কাগজপত্র হাতে পাইনি৷ মৌখিকভাবে যেসব খবর পাচ্ছি, তার ভিত্তিতেই কথাগুলো হচ্ছে৷ আমরা আশা করছি, সব কিছুই হবে৷ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সব কিছু সম্পন্ন করা হবে৷''
জানা গেছে, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে সালাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে যে মামলা হয়েছে, তার নিষ্পত্তি হওয়ার পর দু'দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে আনা সম্ভব৷
বিএনপি চুপ
সালাহ উদ্দিনের সন্ধান পাওয়ার পরও বিএনপির তরফ থেকে এ ব্যাপারে কিছুই বলা হয়নি৷ বুধবার টেলিফোনে যোগাযোগ করা হলে বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন ডয়চে ভেলেকে বলেন, ‘‘সালাহ উদ্দিনকে ফিরিয়ে আনার পরই পুরো বিষয়টি পরিষ্কার হবে৷ আমরা শুরু থেকেই বলে আসছি যে সরকারের কোনো সংস্থা তাঁকে তুলে নিয়ে গেছে৷''
কিন্তু সালাহ উদ্দিন আহমেদকে শিলং কিভাবে পাঠানো হলো? – এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘...তাই তো বলছি, তাঁকে দেশে ফিরিয়ে আনা হলেই পুরো বিষয়টি সম্পর্কে পরিষ্কার হওয়া যাবে৷''
‘ভিসা পেলেই যাবো'
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ অন্তর্ধানের দু'মাস পর, গত মঙ্গলবার, ভারতের মেঘালয়ের শিলংয়ে তাঁর হদিস মেলে৷ ঐ দিন দুপুরে তাঁর স্ত্রী হাসিনা আহমেদ জানান, শিলংয়ের হাসপাতাল থেকে তিনি স্বামীর ফোন পেয়েছেন৷ অন্যদিকে শিলং পুলিশের পক্ষ থেকে বলা হয় যে, সঙ্গে কাগজপত্র না থাকায় তারা সালাহ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে৷ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাঁর বিরুদ্ধে একটি মামলাও হয়েছে৷ পুলিশের তত্ত্বাবধানে বর্তমানে তিনি মেঘালয়ের রাজধানী শিলংয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷
হাসিনা আহমেদ জানান, ‘‘ভারতীয় ভিসার জন্য আবেদনপত্রে সড়ক ও আকাশপথ – দুই সুযোগই রেখেছি৷ যে পথ সুবিধাজনক হবে, সে পথেই যাবো৷ তবে মঙ্গলবার হাসপাতাল পরিবর্তন হওয়ায় স্বামীর সঙ্গে আর যোগাযোগ করতে পারিনি৷''
তিনি বলেন, ভিসার জন্য ভারতীয় হাই কমিশনের সঙ্গে যোগাযোগ রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান৷ হাসিনা আহমেদ ও তাঁর ভগ্নিপতি মাহবুবুল করীম বুলবুলসহ চারজনের নামে ভিসার আবেদন করা হয়েছে৷ যাঁদের ভিসা পাওয়া যাবে তাঁদের নিয়েই ভারত যাবেন হাসিনা৷
প্রসঙ্গত, গত ১০ই মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে র্যাব ও আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করে তাঁর পরিবার৷ সেই থেকে ৬২ দিন নিখোঁজ ছিলেন তিনি৷