আরেকটি ভাইরাসের সন্ধান
২০ মে ২০১৩এবার সে রকম আরেকটি ভাইরাসের সন্ধান পেয়ে চিন্তিত হয়ে পড়েছেন বিশেষজ্ঞরা৷ নতুন এই ভাইরাসটির নাম ‘এনসিওভি' বা নভেল করোনাভাইরাস৷
সার্স আর এনসিওভি একই পরিবারের সদস্য৷ তবে সার্সের উৎপত্তি চীনে হলেও এনসিওভি'র সন্ধান প্রথম পাওয়া যায় মধ্যপ্রাচ্যে, গত সেপ্টেম্বরে৷ সৌদি আরবের ৩১ জন নাগরিক এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন – যার মধ্যে ১৫ জনেরই মৃত্যু হয়েছে৷ আর সব মিলিয়ে এখন পর্যন্ত এনসিওভি-র শিকার ২০ জন৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও'র তথ্য এটা৷
সংস্থাটি বলছে সৌদি আরব ছাড়া জর্ডান, কাতার, জার্মানি, ব্রিটেন আর ফ্রান্সে নতুন ভাইরাসের উপস্থিতির খবর পাওয়া গেছে৷
আতঙ্কের কারণ
যে বিষয়টি বিশেষজ্ঞদের বেশি আতঙ্কিত করেছে সেটা হচ্ছে, সৌদি আরবের একটি হাসপাতালে দুজন স্বাস্থ্যকর্মীর দেহে এনসিওভি পাওয়া গেছে৷ আক্রান্তদের কাছ থেকেই সেটা তাদের দেহে গেছে বলে ধারণা করা হচ্ছে৷ অর্থাৎ এনসিওভি যে মানুষ থেকে মানুষের দেহে ছড়িয়ে পড়তে পারে, এটা তার একটা প্রমাণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷
তবে ভাইরাসটা কী খুব সহজেই ছড়িয়ে পড়তে পারে কিনা তা জানতে বিশেষজ্ঞরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন৷ সৌদি আরবেই যেহেতু এই ভাইরাসের আক্রমণ বেশি দেখা যাচ্ছে তাই সেখানে নতুন করে নয়টি ল্যাবরেটরিতে এ সংক্রান্ত গবেষণা শুরু হয়েছে৷
লক্ষণ
সার্সের মতোই এনসিওভির আক্রমণে রোগীর জ্বর, কাশি ও নিউমোনিয়া হতে পারে৷
জেডএইচ/এসি (এপি, এএফপি)