1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দেশে কারফিউ সেনা মোতায়েন প্রধানমন্ত্রীর স্পেন সফর বাতিল

প্রকাশিত ১৮ জুলাই ২০২৪শেষ আপডেট ১৯ জুলাই ২০২৪

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা নিয়ন্ত্রণে সারাদেশে কারফিউ জারি ও সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ বাতিল করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পেন সফর৷

https://p.dw.com/p/4iTNM
সেনাবাহিনীর একটি মুভমেন্টের চলন্ত কয়েকটি গাড়ি৷
(ফাইল ছবি) কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতা নিয়ন্ত্রণে সারাদেশে কারফিউ জারি ও সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ছবি: DW
স্কিপ নেক্সট সেকশন আপনারা যা জানা দরকার

আপনারা যা জানা দরকার

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা নিয়ে উত্তপ্ত গোটা বাংলাদেশ৷ সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে।

  • কোটা সংস্কারের দাবিতে ২০১৮ সালে ছাত্র আন্দোলনের পর সে বছরেরই ৪ অক্টোবর এক পরিপত্রে কোটাব্যবস্থা বাতিল করে সরকার৷
  • পরিপত্রের বৈধতা নিয়ে রিট করেন চাকরিপ্রত্যাশী ও বীর মুক্তিযোদ্ধাদের সাত সন্তান। 
  • রিটের পরিপ্রেক্ষিতে এ বছরের ৫ জুন কোটা বাতিল করে সরকারের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্ট৷
  • এই রায়ের পর ১ জুলাই আবার মাঠে নামেন শিক্ষার্থীরা৷
  • ১০ জুলাই হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ৷
  • এরপরও রাজপথের আন্দোলন থেকে সরে আসেনি আন্দোলনরত শিক্ষার্থীরা৷ গত কয়েকদিনের আন্দোলনে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৬ জন৷
  • বৃহস্পতিবার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে সরকার৷
  • সহিংসতা তদন্তে গঠন করা হয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন।
  • সারাদেশে ৩০০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন৷

স্কিপ নেক্সট সেকশন সারাদেশে কারফিউ, সেনা মোতায়েন, প্রধানমন্ত্রীর স্পেন সফর বাতিল
১৯ জুলাই ২০২৪

সারাদেশে কারফিউ, সেনা মোতায়েন, প্রধানমন্ত্রীর স্পেন সফর বাতিল

সেনাবাহিনীর গাড়িবহর৷
(ফাইল ছবি) কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতা নিয়ন্ত্রণে সারাদেশে কারফিউ জারি ও সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ছবি: DW

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা নিয়ন্ত্রণে সারাদেশে কারফিউ জারি ও সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ বাতিল করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পেন সফর৷

শুক্রবার প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান সাংবাদিকদের এ তথ্য জানান৷

নাইমুল ইসলাম খান বলেন, ১৪ দলের বৈঠক শেষে আইন মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে সিদ্ধান্ত কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে৷

তিনি জানান, সারাদেশে যেখানে সংঘাত সহিংসতার শঙ্কা রয়েছে সেসব জায়গায় বেসরকারি প্রশাসনকে সহায়তা করবে সেনাবাহিনী৷

টিএম/কেএম

https://p.dw.com/p/4iWl8
স্কিপ নেক্সট সেকশন কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের পাশে বামপন্থিদের বিক্ষোভ
১৯ জুলাই ২০২৪

কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের পাশে বামপন্থিদের বিক্ষোভ

বাংলাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে কলকাতায় বিক্ষোভ
বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে রাস্তায় নেমেছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি বামপন্থি ছাত্র সংগঠন।ছবি: Subrata Goswami/DW

বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে রাস্তায় নেমেছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি বামপন্থি ছাত্র সংগঠন।

শুক্রবার দুপুরে কলকাতার নন্দন এবং অ্যাকাডেমি চত্বরে কয়েকশ বিক্ষোভকারী বাংলাদেশে শিক্ষার্থীদের ওপর সরকারের দমনপীড়নের প্রতিবাদে মিছিল করেন। এখান থেকে সামান্য দূরেই অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাই কমিশন।

এক পর্যায়ে পুলিশ ছাত্রদের মিছিলে বাধা দেয় এবং তাদের ছত্রভঙ্গ করে কয়েকজনকে আটক করে। তবে কলকাতায় আরো বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে আআইডিএসও, এআইএসএ, আইএসবি, এআইএসএফ এবং পিএসইউ।

 একই দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি মানববন্ধন করেছে বাম ছাত্র সংগঠন এআইএসএ।

এডিকে/জেডএ

https://p.dw.com/p/4iWeq
স্কিপ নেক্সট সেকশন বাংলাদেশে সহিংসতায় জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জাতিসংঘের
১৯ জুলাই ২০২৪

বাংলাদেশে সহিংসতায় জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জাতিসংঘের

জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান ফলকার ট্যুর্ক
বাংলাদেশে চলমান আন্দোলনে হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ফলকার ট্যুর্কছবি: Martal Trezzini/dpa/picture alliance

বাংলাদেশে চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউএন হিউম্যান রাইটস এর কমিশনার ফলকার ট্যুর্ক৷ এক বিবৃতিতে তিনি এসব ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন৷ 

বাংলাদেশে চলমান আন্দোলনে কয়েক ডজন মৃত্যু ও অসংখ্য আহত হবার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ফলকার ট্যুর্ক বলেন, ‘‘শিক্ষার্থীদের উপর হামলা বিশেষভাবে মর্মান্তিক এবং অগ্রহণযোগ্য৷ এই হামলাগুলোর নিরপেক্ষ, তাৎক্ষণিক ও পরিপূর্ণ তদন্ত হতে হবে এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহি করতে হবে৷’’

তিনি সবপক্ষকে সংযত হবার আহ্বান জানান৷ আইনশৃঙ্খলা বাহিনীকে আন্তর্জাতিক আইন মেনে পরিস্থিতি নিয়ন্ত্রণের পরামর্শ দেন৷ 

বিজিবি ও ব়্যাবের মতো আধাসামরিক বাহিনী মোতায়েনে শঙ্কা প্রকাশ করেন ট্যুর্ক৷

শিক্ষার্থীরা যেন কোনো প্রাণনাশ বা যে কোনো ভয় ছাড়াই শান্তিপূর্ণ মত প্রকাশের স্বাধীনতা ভোগ করতে পারে সেজন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার দাবি জানান জাতিসংঘের মানবাধিকার কমিশনার৷ 

বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দেয়ার সমালোচনাও করেন ট্যুর্ক৷ তিনি বলেন, এই ঘটনা ‘‘অসমভাবে মতপ্রকাশের স্বাধীনতার অধিকারকে সীমিত করে,’’ বিশেষ করে একটি সংকটময় পরিস্থিতিতে৷ 

তিনি অবিলম্বে ইন্টারনেট চালু করার দাবি জানিয়েছেন৷

জেডএ/এডিকে

https://p.dw.com/p/4iWd5
স্কিপ নেক্সট সেকশন নরসিংদীর কারাগারে আন্দোলনকারীদের হামলা, কয়েকশ বন্দি মুক্ত
১৯ জুলাই ২০২৪

নরসিংদীর কারাগারে আন্দোলনকারীদের হামলা, কয়েকশ বন্দি মুক্ত

নরসিংদীর কারাগারে হামলা চালিয়েছে আন্দোলনকারীরা। এক পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, এরপর কয়েকশ বন্দি কারাগার থেকে পালিয়ে গেছেন।

নাম প্রকাশ না করার শর্তে এই পুলিশ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, "বন্দিরা পালিয়ে যাওয়ার পর আন্দোলনকারীরা কারাগারে আগুন ধরিয়ে দেয়। আমি জানি না পালিয়ে যাওয়া বন্দিদের সংখ্যা কত, তবে এ সংখ্যা কয়েকশও হতে পারে।'' 

নরসিংদীর এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা মৌসুমী সরকার এএফপিকে কারাগারে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ নিয়ে বিস্তারিত জানাতে চাননি তিনি।

কারাগারের পাশে বাস করা রিপন নামের এক ব্যক্তি এএফপিকে জানিয়েছেন, অন্তত ২০ জনকে ব্যাগে তাদের জিনিসপত্র নিয়ে কারাগার থেকে বেরিয়ে যেতে দেখেছেন। 

এডিকে/জেডএ (এএফপি, রয়টার্স)

https://p.dw.com/p/4iW41
স্কিপ নেক্সট সেকশন এবার প্রধানমন্ত্রী কার্যালয়ের ওয়েবসাইট হ্যাকড
১৯ জুলাই ২০২৪

এবার প্রধানমন্ত্রী কার্যালয়ের ওয়েবসাইট হ্যাকড

 প্রধানমন্ত্রী কার্যালয়ের ওয়েবসাইটের স্ক্রিনশট৷
এবার হ্যাক হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী কার্যালয়ের ওয়েবসাইটটিও৷ছবি: police.gov.bd

কেন্দ্রীয় ব্যাংকের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী কার্যালয়ের ওয়েবসাইটটিও হ্যাক হয়েছে৷

প্রধানমন্ত্রী কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করা হলে আগেরগুলোর মতোই দ্য রেজিস্ট্যান্স নামের একটি হ্যাকার গ্রুপের বার্তা ভেসে উঠে৷

বাংলাদেশ ব্যাংকের আগে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট ও বাংলাদেশ ছাত্রলীগের ওয়েবসাইট দুটিও হ্যাক করে দ্য রেজিস্ট্যান্স৷

হ্যাক হয়েছে ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (ব়্যাব)-এর ওয়েবসাইটটিও৷

কে বা কারা ওয়েবসাইটগুলো হ্যাক করেছে, তা জানা যায়নি৷ ওয়েবসাইটের হোম পেজে লেখা রয়েছে ‘অপারেশন হান্টডাউন’৷ সেখানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়ে বলা হয়েছে, ‘স্টপ কিলিং স্টুডেন্টস’ বা ‘শিক্ষার্থী হত্যা বন্ধ করুন’৷

কোটা সংস্কার আন্দোলনে সম্পৃক্ত হতে সাংবাদিক, হ্যাকার, সাধারণ মানুষদের প্রতি আহ্বান জানানো হয়েছে৷ একইসঙ্গে সব রাজনৈতিক দল ও ইসলামপন্থি গ্রুপগুলোকেও এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে হ্যাকাররা৷

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের ওয়েবসাইট হ্যাকড হয়নি৷ কারিগরি ত্রুটির কারণে এ সমস্যা হচ্ছে৷ বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র সাইফুল ইসলাম প্রথম আলোকে জানিয়েছেন, ‘‘কোনো ধরনের হ্যাকিংয়ের ঘটনা ঘটেনি৷ বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড বা বিটিসিএলের কারিগরি সমস্যার কারণে ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না৷ আমাদের কারিগরি টিম সমস্যা সমাধানে কাজ করছে৷’’

শুক্রবার বিশ্বজুড়ে সম্প্রচার, বিমান, ব্যাংকিং থেকে সেবাখাত পর্যন্ত নানা প্রতিষ্ঠানের সার্ভার বন্ধ হয়ে গেছে অথবা বিভ্রাট দেখা দিয়েছে৷ গ্লোবাল সাইবার সিকিউরিটি ফার্ম ক্রাউড স্ট্রাইকের সফটওয়্যার আপডেটকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে৷ তার প্রভাব কতোটা বাংলাদেশে পড়েছে তা অবশ্য নিশ্চিত করা যায়নি৷

টিএম/জেডএ

https://p.dw.com/p/4iW6E
স্কিপ নেক্সট সেকশন বাংলাদেশে প্রাণহানি ও সহিংসতায় উদ্বিগ্ন ইইউ
১৯ জুলাই ২০২৪

বাংলাদেশে প্রাণহানি ও সহিংসতায় উদ্বিগ্ন ইইউ

ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদরদপ্তর
অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নছবি: James Arthur Gekiere/Belga/dpa/picture alliance

কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি এবং সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷ 

শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র৷

আর যেন সহিংসতা না হয় সেদিকে নজর দেয়ার উপর জোর দিয়েছে ২৭ দেশের এই জোট৷ আইনের শাসন এবং গণতান্ত্রিক স্বাধীনতার ভিত্তিতে চলমান পরিস্থিতির দ্রুত এবং শান্তিপূর্ণ সমাধান চেয়েছে তারা৷

সোমবার থেকে শুরু হওয়া এ সংঘর্ষে গত চার দিনে নিহত হয়েছেন অন্তত ৩৬ জন৷

টিএম/এফএস

https://p.dw.com/p/4iVty
স্কিপ নেক্সট সেকশন সারাদেশে ৩০০ প্লাটুন বিজিবি
১৯ জুলাই ২০২৪

সারাদেশে ৩০০ প্লাটুন বিজিবি

বিজিবি সদস্য৷
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের কর্মসূচি ঘিরে চলমান সংঘাত ও সহিংসতা নিয়ন্ত্রণে সারাদেশে মোতায়েন করা হয়েছে বিজিবি সদস্যরা৷ছবি: MUNIR UZ ZAMAN/AFP

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের কর্মসূচি ঘিরে চলমান সংঘাত ও সহিংসতা নিয়ন্ত্রণে সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩০০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে৷

এর মধ্যে শুধু ঢাকাতেই ৭৫ প্লাটুন বিজিবি সদস্য কাজ করছে৷ শুক্রবার বিজিবি সদর দপ্তর এ তথ্য জানিয়েছে৷

বাহিনী সূত্র বলছে, প্রতিটি প্লাটুনে ৩০ জন করে সদস্য রয়েছেন৷ তারা শুক্রবার সকাল থেকে সংঘাতপূর্ণ এলাকাগুলোতে অবস্থান নিয়েছেন৷

শুক্রবার সকাল থেকেই রাজধানীর বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ী, পল্টন, প্রেসক্লাব, সেগুনবাগিচা, উত্তরা, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে৷ দেশের বিভিন্ন স্থান থেকেও সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে৷

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সর্বাত্মক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশ প্রায় অচল হয়ে পড়ে৷

সংঘাত সহিংসতায় শুক্রবারও রাজধানীর রামপুরা-বাড্ডা এলাকায় তিন ব্যক্তি নিহত হয়েছেন৷ হাসপাতাল সূত্রে এই তথ্য জানিয়েছে প্রথম আলো৷ নিহত তিনজন হলেন আবদুল গনি, রাকিব ও রাসেল৷

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার প্রথম আলো জানিয়েছে, গতকালের সহিংসতায় এক সাংবাদিকসহ ২৭ জন নিহত হয়েছেন৷ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার পর মঙ্গলবার সারাদেশে ছড়িয়ে পড়ে আন্দোলন৷ এদিন হামলা-সংঘর্ষে সারা দেশে নিহত হন ছয় জন৷ সব মিলিয়ে চার দিনের সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ৩৬ জন৷

টিএম/এডিকে

https://p.dw.com/p/4iVeh
স্কিপ নেক্সট সেকশন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হ্যাকড
১৯ জুলাই ২০২৪

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হ্যাকড

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের স্ক্রিনশট৷
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে৷ছবি: police.gov.bd

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে৷ কেন্দ্রীয় ব্যাংকের www.bb.org.bd-সাইটে ঢোকার চেষ্টা করা হলেই দ্য রেজিস্ট্যান্স নামের একটি হ্যাকার গ্রুপের বার্তা ভেসে উঠে৷

এর আগে বাংলাদেশ পুলিশের www.police.gov.bd ও বাংলাদেশ ছাত্রলীগের www.bsl.org.bd সাইট দুটিও হ্যাক করে দ্য রেজিস্ট্যান্স৷

কে বা কারা ওয়েবসাইটগুলো হ্যাক করেছে, তা জানা যায়নি৷ ওয়েবসাইটের হোম পেজে লেখা রয়েছে ‘অপারেশন হান্টডাউন’৷ সেখানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ অবস্থান নিয়ে বলা হয়েছে, ‘স্টপ কিলিং স্টুডেন্টস’ বা ‘শিক্ষার্থী হত্যা বন্ধ করুন’৷

কোটা সংস্কার আন্দোলনে সম্পৃক্ত হতে সাংবাদিক, হ্যাকার, সাধারণ মানুষদের প্রতি আহ্বান জানানো হয়েছে৷ একইসঙ্গে সব রাজনৈতিক দল ও ইসলামপন্থি গ্রুপগুলোকেও এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে হ্যাকাররা৷

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের ওয়েবসাইট হ্যাকড হয়নি৷ কারিগরি ত্রুটির কারণে এ সমস্যা হচ্ছে৷ বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র সাইফুল ইসলাম প্রথম আলোকে জানিয়েছেন, ‘‘কোনো ধরনের হ্যাকিংয়ের ঘটনা ঘটেনি৷ বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড বা বিটিসিএলের কারিগরি সমস্যার কারণে ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না৷ আমাদের কারিগরি টিম সমস্যা সমাধানে কাজ করছে৷’’

টিএম/এডিকে

https://p.dw.com/p/4iVQk
স্কিপ নেক্সট সেকশন শুক্রবার আরো তিন মৃত্যু
১৯ জুলাই ২০২৪

শুক্রবার আরো তিন মৃত্যু

ঢাকায় পুলিশের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষ
শুক্রবার রাজধানীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তিন জন।ছবি: Rajib Dhar/AP Photo//picture alliance

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতের ঘটনায় শুক্রবার রাজধানীর রামপুরা-বাড্ডা এলাকায় তিন ব্যক্তি নিহত হয়েছেন৷

হাসপাতাল সূত্রে এই তথ্য জানিয়েছে প্রথম আলো৷ নিহত তিনজন হলেন আবদুল গনি, রাকিব ও রাসেল৷

আবদুল গনি ও রাকিবকে শুক্রবার দুপুর দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়৷ দুপুর ২টা ২০ মিনিটে তাদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক৷ অন্যদিকে রাসেলকে মৃত ঘোষণা করা হয় রামপুরার ফরাজী হাসপাতালে৷

গতকালের সহিংসতায় এক সাংবাদিকসহ ২৭ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে প্রথম আলো৷ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার পর মঙ্গলবার সারাদেশে ছড়িয়ে পড়ে আন্দোলন৷ এদিন হামলা-সংঘর্ষে সারা দেশে নিহত হন ছয় জন৷ সব মিলিয়ে চার দিনের সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ৩৬ জন৷

এফএস/টিএম

https://p.dw.com/p/4iVOg
স্কিপ নেক্সট সেকশন ঢাকা থেকে এমিরেটসের ফ্লাইট বাতিল
১৯ জুলাই ২০২৪

ঢাকা থেকে এমিরেটসের ফ্লাইট বাতিল

এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট৷
ঢাকাসহ সারা বাংলাদেশে চলমান অস্থিরতার কারণে শুক্রবারের ফ্লাইট বাতিল করেছে এমিরেটস এয়ারলাইনস।ছবি: Rodger Bosch/AFP/Getty Images

ঢাকাসহ সারা বাংলাদেশে চলমান অস্থিরতার কারণে শুক্রবারের ফ্লাইট বাতিল করেছে এমিরেটস এয়ারলাইনস।

ফ্লাইটগুলো হলো ঢাকা থেকে দুবাইগামী ইকে৫৮৫, দুবাই থেকে ঢাকা হয়ে দুবাইগামী ইকে৫৮২/৩ এবং দুবাই থেকে ঢাকা হয়ে দুবাইগামী ইকে৫৮৬/৫৮৭।

শুক্রবার যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে সংস্থাটি। এতে বলা হয়েছে, “আমাদের গ্রাহকদের অসুবিধার জন্য আমরা দুঃখিত। এমিরেটস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।”

ট্রাভেল এজেন্টদের মাধ্যমে যেসব যাত্রী ফ্লাইট বুকিং দিয়েছেন, তাদের বিকল্প ভ্রমণ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট এজেন্টের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে এমিরেটস। আর যারা সরাসরি এমিরেটস থেকে বুকিং করেছেন, তাদের পুনরায় বুকিংয়ের জন্য সংস্থাটির স্থানীয় অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

টিএম/এডিকে

https://p.dw.com/p/4iVMO
স্কিপ নেক্সট সেকশন সারাদেশে ট্রেন চলাচল বন্ধ
১৯ জুলাই ২০২৪

সারাদেশে ট্রেন চলাচল বন্ধ

বাংলাদেশের যাত্রীবাহী রেল৷
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে রেল যোগাযোগ বন্ধ৷ছবি: Sulaiman Niloy/DW

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ রেলওয়ে৷ কবে নাগাদ ট্রেন চলাচল শুরু হবে তা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না৷

বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকে শুক্রবার বেলা দুইটা পর্যন্ত কোথাও কোনো ট্রেন চলাচল করেনি৷

রেলওয়ে জানিয়েছে, সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত হচ্ছে ঢাকার ভেতরে কোনো ট্রেন প্রবেশ করবে না এবং ঢাকা থেকে কোনো ট্রেন যাবেও না৷

রেলের কর্মকর্তারা এই বিষয়ে প্রকাশ্যে কোনো বক্তব্য এখনও দেয়নি৷ তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, ট্রেন চলাচল করলে কোটা সংস্কার আন্দোলনকারীরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে৷ এতে আন্দোলনকারীরা ইচ্ছামতো স্থানে ছোট-বড় জমায়েত করতে পারবে৷ রেল ব্যবহার করে যাতে আন্দোলনকারীরা সুবিধা নিতে না পারে, সে জন্যেই এমনটা করা হয়েছে৷

এ রকমভাবে রেল চলাচল বন্ধ রাখার নজির দেশে নেই৷ ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে সারা দেশে রেলে নাশকতা করা হয়েছে৷ গত জাতীয় সংসদ নির্বাচনের আগেও রেলে আগুন, রেল লাইন উপড়ে ফেলাসহ নানা নাশকতার ঘটনা ঘটানো হয়৷ এর ফলে সাময়িকভাবে নির্দিষ্ট একটা রেলপথে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে৷ সারা দেশে একযোগে ট্রেন বন্ধ রাখার নজির নেই৷

আন্তনগর, মেইল, লোকাল ও কমিউটার মিলে সারা দেশে ৩০০ এর বেশি যাত্রীবাহী ট্রেন চলাচল করে৷ মালবাহী ট্রেনসহ সংখ্যাটি সাড়ে তিনশরও বেশি৷ গত ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে এসব রেল চলাচল বন্ধ রয়েছে৷

টিএম/এডিকে (প্রথম আলো)

https://p.dw.com/p/4iVJ6
স্কিপ নেক্সট সেকশন নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসে আগুন
১৯ জুলাই ২০২৪

নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে৷ বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে৷ কিন্তু শুক্রবার সকাল ৯টা পর্যন্ত সেখানে আগুন জ্বলতে দেখা গেছে৷

প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক মাহমুদুল হক জানান, প্রথমে হামলাকারীরা ইট-পাটকেল ছোড়ে৷ এরপর ভাঙচুর করে বিভিন্ন কক্ষে আগুন ধরিয়ে দেয় এবং লুটপাট করে৷

এ ছাড়া গতকাল রাতেই পাসপোর্ট অফিসের পাশে জেলার পিবিআই অফিসে ভাঙচুর চালিয়ে বাস, প্রাইভেট কার, পিকআপ, মোটরসাইকেলসহ ১২টি যানবাহনে আগুন দেয়া হয়৷ আগুন নেভাতে এলে ফায়ার সার্ভিসের একটি গাড়িও জ্বালিয়ে দেয়া হয়৷

এ ছাড়া শহরের নারায়ণগঞ্জ ক্লাব ও জেলা আওয়ামী লীগের কার্যালয়েও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে৷

টিএম/এডিকে (প্রথম আলো)

https://p.dw.com/p/4iV0i
স্কিপ নেক্সট সেকশন আবারও উত্তাল যাত্রাবাড়ী-শনির আখড়া
১৯ জুলাই ২০২৪

আবারও উত্তাল যাত্রাবাড়ী-শনির আখড়া

আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষ৷
বৃহস্পতিবার কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রাজধানীর রামপুরা এলাকা পরিণত হয় রণক্ষেত্রে৷ছবি: Mohammad Ponir Hossain/REUTERS

রাজধানীর যাত্রাবাড়ী, শনির আখড়া এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আজ শুক্রবারও পুলিশের সংঘর্ষ চলছে৷

যাত্রাবাড়ী থানা এলাকায় সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছুড়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷ অন্যদিকে শনির আখড়ার কাজলা অংশে অবস্থানরত আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ছেন৷

শুক্রবার সকাল সাতটার পর থেকেই কাজলা-শনির আখড়া অংশে বিপুলসংখ্যক আন্দোলনকারীকে অবস্থান নিতে দেখা গেছে৷ বিপরীতে যাত্রাবাড়ী থানা এলাকায় পুলিশ, আমর্ড পুলিশ, র‍্যাব অবস্থান নিয়েছে৷

টানা তিন দিন ধরে চলা এ সংঘর্ষে আতঙ্কিত সাধারণ মানুষ৷ কোটা সংস্কারের দাবিতে এবার আন্দোলন শুরু হয় গত ৫ জুন৷ বিরতি দিয়ে জুনে বিভিন্ন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা৷ ১ জুলাই থেকে শুরু হয় টানা আন্দোলন৷

আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশ প্রায় অচল হয়ে পড়ে৷ রাজধানী ছাড়াও দেশের ৪৭টি জেলায় গতকাল দিনভর বিক্ষোভ, অবরোধ, পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের হামলা-গুলি ও সংঘাতের ঘটনা ঘটে৷

এসব ঘটনায় এক সাংবাদিকসহ ২৭ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে প্রথম আলো।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার পর মঙ্গলবার সারাদেশে ছড়িয়ে পড়ে আন্দোলন৷ এদিন হামলা-সংঘর্ষে সারা দেশে নিহত হন ছয় জন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে৷

এর আগে মঙ্গলবার সব স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার৷ বন্ধ করা হয় সিটি করপোরেশন এলাকার সব প্রাথমিক বিদ্যালয়ও৷ তবে বুধবার সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার সিদ্ধান্ত মেনে নেননি শিক্ষার্থীরা৷ এই আন্দোলনে সব মিলিয়ে এখন পর্যন্ত ৩৩ জন নিহত হয়েছেন৷

এডিকে/এআই (প্রথম আলো)

https://p.dw.com/p/4iUpt
স্কিপ নেক্সট সেকশন ঢাকায় সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ
১৯ জুলাই ২০২৪

ঢাকায় সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ

ঢাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন বেলা পৌনে ১টার দিকে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার প্রথম আলোকে জানিয়েছেন, শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীতে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে৷

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশ প্রায় অচল হয়ে পড়ে৷ রাজধানী ছাড়াও দেশের ৪৭টি জেলায় গতকাল দিনভর বিক্ষোভ, অবরোধ, পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের হামলা-গুলি ও সংঘাতের ঘটনা ঘটে।

এসব ঘটনায় এক সাংবাদিকসহ ২৭ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে প্রথম আলো। আহত হয়েছেন অন্তত দেড় হাজার। কোথাও কোথাও আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের, আবার কোথাও সরকার–সমর্থক বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়৷

টিএম/এডিকে (প্রথম আলো)

https://p.dw.com/p/4iUkq
স্কিপ নেক্সট সেকশন সহিংসতা তদন্তে কমিশন গঠন
১৮ জুলাই ২০২৪

সহিংসতা তদন্তে কমিশন গঠন

বাংলাদেশের সুপ্রিম কোর্ট৷
হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে কমিশনের দায়িত্ব দেয়া হয়েছে৷ছবি: Mortuza Rashed/DW

চলমান কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনার পাশাপাশি গত ১৬ জুলাই বিক্ষোভ-সংঘাতে ছয় জনের নিহত হওয়ার বিষয়টি তদন্তে এক সদস্যের কমিশন গঠন করা হয়েছে৷

হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে এই কমিশনের দায়িত্ব দেয়া হয়েছে৷

বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ৷ এদিন তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে তথ্য অধিদপ্তর৷

প্রজ্ঞাপনে বলা হয়, এই কমিশন ওই দিনের মৃত্যুর কারণ উদ্‌ঘাটন ও তাদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করবে৷ এছাড়া সাম্প্রতিক সময়ে সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করবে কমিশন৷

সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিলে কমিশনকে ৩০ কার্যদিবস সময় দেয়া হয়েছে৷

মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার ইউনিট কমিশনকে সাচিবিক সহায়তা করবে৷

টিএম/এডিকে (প্রথম আলো)

https://p.dw.com/p/4iU7c
আরো পোস্ট দেখান