সারা দেশে নতুন বিদ্যুৎ সংযোগ
১৫ মে ২০১১চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ কম থাকায় গত বছরের ৩১শে মার্চ থেকে সারা দেশে সব ধরণের বিদ্যুৎ সংযোগ দেয়া বন্ধ আছে৷ বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় আজ থেকে আবার নতুন বিদ্যুৎ সংযোগ দেয়ার কথা৷ গত এক বছরে রাজধানীতে বিদ্যুৎ সরবরাহকারী ২টি প্রতিষ্ঠান ডেসকো এবং ডিপিডিসি'র কাছে মোট আবেদন জমা পড়েছে ৫০ হাজার৷ ডেসকোর মহাব্যবস্থাপক মনজুর রহমান জানান আবেদনের ক্রমানুসারে তারা এই সংযোগ দেবেন এবং সংযোগ দিতে ৩ মাস সময় লাগবে৷ আর ডিপিডিসি'র মহাব্যবস্থাপক আব্দুস সোবহান জানান নতুন সংযোগ দেয়া হলে অবৈধ সংযোগের প্রবণতা কমবে৷ তিনি জানান, যারা আবেদন করেছেন তাদের সবাইকে সংযোগ দেয়ার চেষ্টা করা হবে৷
এবার বিদ্যুৎ সংযোগ পাওয়ার অন্যতম শর্ত হল বিকল্প বিদ্যুতের জন্য সোলার প্যানেল বসান৷ ডেসকোর মহাব্যবস্থাপক মনজুর রহমান জানান ২ কিলোওয়াটের উপরে বিদ্যুতের জন্য যারা আবেদন করছেন তাদের সোলার প্যানেল লাগাতে হবে৷ তবে এর জন্য আনুপাতিক হার নির্ধারণ করা হয়েছে৷ আর ডিপিডিসি'র মহাব্যবস্থাপক আবব্দুস সোবহান জানান তারা গ্রাহকদের সোলার পানেল লাগানোর জন্য উদ্বুদ্ধ করছেন৷ কিন্তু নিয়ম মত সোলার প্যানেল না লাগালে নতুন বিদ্যুত সংযোগ দেয়া হবে না৷ তবে যেসব ভবনে সোলার প্যানেল বসানোর পর্যাপ্ত জায়গা নেই সেসব ভবনে সরেজমিন পরিদর্শন করে সোলার প্যানেলের আকারের ব্যাপারে সিদ্ধান্ত দেবে কর্তৃপক্ষ৷ কিন্তু সোলার প্যানেল লাগাতেই হবে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী