সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিক্ষোভ, সম্প্রীতির আহ্বান
সরকার পতনের পর বাংলাদেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার ঘটনায় বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন জেলায়৷ নিজেদের নিরাপত্তা ও সুরক্ষার দাবি জানান তারা৷ দেখুন ছবিঘরে৷
আট দফা দাবি
ব্রাহ্মণবাড়িয়ায় সনাতন ধর্মাবলম্বীরা সোমবার আট দফা দাবিতে বিক্ষোভ করেন৷ জেলার প্রেসক্লাবের সামনে হাজারো মানুষ এ কর্মসূচিতে অংশ নেন৷ সমাবেশ শেষে প্রেস ক্লাব থেকে শহরের পথে বিক্ষোভ মিছিল করেন তারা৷
ট্রাইব্যুনাল গঠনের দাবি
রোববার জামালপুরে সনাতন শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে৷ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু নির্যাতনের বিচারে ট্রাইব্যুনাল গঠনসহ আট দফা দাবি জানান তারা৷ তবে জামালপুরে এখন পর্যন্ত সনাতনী ধর্মাবলম্বীদের ওপর হামলার অভিযোগ পাওয়া যায়নি৷
বিক্ষোভে বগুড়া
সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ, সহিংসতার প্রতিবাদে রোববার বিক্ষোভ হয়েছে বগুড়াতে৷ জেলার বিভিন্ন প্রান্ত থেকে সনাতন ধর্মের মানুষেরা জড়ো হন জিরো পয়েন্ট সাতমাথাতে৷ পরে বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন তারা।
‘স্বস্তিতে বাঁচতে চাই’
‘বৈষম্যমুক্ত বাংলাদেশে স্বস্তিতে বাঁচতে চাই‘ এমন স্লোগান নিয়ে রোববার ‘সিলেটের সর্বস্তরের হিন্দু সমাজ’-এর ব্যানারে বিক্ষোভের আয়োজন করা হয়৷ সনাতন ধর্মাবলম্বী হাজারো মানুষ চৌহাট্টা পয়েন্টের চারদিকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন৷ এ সময় সুরক্ষা আইন প্রণয়নেরও দাবি জানান তারা৷
প্রতিরোধের ডাক
দেশের বিভিন্ন স্থানে মন্দির ও সনাতন সম্প্রদায়ের ঘর-বাড়িতে হামলার প্রতিবাদে রোববার বিপুল মানুষ জড়ো হন চট্টগ্রামে৷ ‘বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ’ চট্টগ্রামের আন্দরকিল্লা মোড়ে এই সমাবেশের ডাক দেয়৷
‘দেশ আমি ছাড়বো না’
রোববার ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ করেন সনাতন ধর্মাবলম্বীরা৷ জাতীয় সংগীত দিয়ে এই আয়োজনের শুরু হয়৷ ‘আমার মাটি আমার মা দেশ আমি ছাড়বো না’সহ নানা বার্তা সম্বলিত পোস্টার বহন করেন অংশগ্রহণকারীরা৷ সরকার পরিবর্তন হলে কেন সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা হয়- এমন প্রশ্ন তোলেন তারা৷
গ্রেপ্তারের দাবি
রোববার বৃষ্টির মধ্যে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ করেছেন সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের সদস্যরা৷ হিন্দুদের মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ, বাড়ি-ঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে এই কর্মসূচি পালন করেন৷ এ সময় দায়ীদের গ্রেপ্তার ও বিচারের দাবিও জানান তারা৷
দেয়াল লিখনে সম্প্রীতির বার্তা
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দেয়ালগুলোতে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার বার্তা দিয়ে গ্রাফিতি আঁকা হয়েছে৷ নতুন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যাশার কথা জানিয়ে দেয়াললিখন করেছেন শিক্ষার্থীরা৷