1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সামোয়া দ্বীপ থেকে এবার নববর্ষ শুরু

৩১ ডিসেম্বর ২০১১

শুরু হতে যাচ্ছে আরও একটি নতুন বছর৷ বিদায়ী বছরকে পেছনে ফেলে নতুন বছরকে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বরণ করে নিচ্ছে দেশ বিদেশের হাজারো মানুষ, যার শুরুটা এবার হলো সামোয়া দ্বীপ থেকে৷

https://p.dw.com/p/13cIv
Fireworks burst over the Sydney Opera House, rigfht, as New Year's celebrations begin in Sydney, Saturday, Dec. 31, 2011. (Foto:Rick Rycroft/AP/dapd)
নববর্ষ উদযাপনছবি: dapd

সামোয়ার কথা বলছি, কারণ এই দেশটি নববর্ষ পালন করতো সবার শেষে৷ কিন্তু এবার তারা সকলের আগেই নববর্ষকে স্বাগত জানালো৷ এর কারণ হচ্ছে, এতদিন ধরে তারা ছিল ইন্টারন্যাশনাল ডেট লাইনের অ্যামেরিকান সাইডে৷ গতকাল শুক্রবার থেকে তারা সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান সাইড বেছে নেওয়ার৷ উল্লেখ্য, এই ডেট লাইনটি নিউজিল্যান্ডের কাছে এসে এঁকেবেঁকে গিয়েছে৷ ফলে প্রতিবেশি দেশ নিউজিল্যান্ডের চেয়ে পুরো একটি দিন পিছিয়ে থাকতো ছোট্ট সামোয়া দ্বীপ৷ তাই নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবার তারা নিউজিল্যান্ডের সাইডে চলে এসেছে, আর ২০১২ কে সবার আগে স্বাগত জানিয়েছে৷

একইভাবে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে নতুন বছরকে ইতিমধ্যে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, হংকং, জাপানসহ পূর্বের অনেক দেশ৷ তবে খারাপ আবহাওয়ার কারণে নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে কোন আতশবাজি ফুটেনি৷ অন্যদিকে সিডনিতে বরাবরের মত এবারও ছিল হাজার হাজার মানুষ৷ বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে তারা ‘হ্যাপি নিউ ইয়ার' পালন করেছে৷ হংকং এর আতশবাজির প্রদর্শনী দেখতে ভিক্টোরিয়া হারবারে জড়ো হয়েছিল চার লক্ষ মানুষ৷ মোট দশ লাখ ডলার খরচ হয়েছে চার মিনিটের এই বাজি পোড়ানো দেখাতে৷

31.12.2011 DW-TV Journal Merkel Neujahrsansprache
নববর্ষের শুভেচ্ছা বক্তৃতা দিচ্ছেন আঙ্গেলা ম্যার্কেল

এদিকে নতুন বছরকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন'সহ বিশ্বের সব নেতা৷ বান কি মুন ১লা জানুয়ারি থেকে তাঁর দ্বিতীয় মেয়াদ শুরু করেছেন৷ রুশ প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুটিন তাঁর সমর্থক এবং বিরোধী সকলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন৷ এদিকে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল তাঁর বক্তৃতায় ইউরো সংকট নিয়ে আশার কথা শুনিয়েছেন৷ তিনি জোর দিয়েছেন ইউরোপের দেশগুলোর একতার ওপর৷ উল্লেখ্য, ঠিক দশ বছর আগে ইউরোপে চালু হয়েছিলো ইউরো মুদ্রা৷ তবে বিদায়ী বছরে ইউরো জোনের ভবিষ্যত নিয়ে শঙ্কার তৈরি হয়েছে৷ ম্যার্কেল প্রতিশ্রুতি দিয়েছেন এই মুদ্রা রক্ষার জন্য প্রয়োজনীয় সব কিছুই তিনি করতে রাজি৷ দেশের মানুষের উদ্দেশ্যে দেওয়া বিবৃতিতে ম্যার্কেল নব্য নাৎসিদের হাত থেকে জার্মান সমাজকে মুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন৷ এছাড়াও পরিবেশ রক্ষায় সবুজ জ্বালানি ব্যবহারের ওপর জোর দিয়েছেন জার্মান চ্যান্সেলর৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য