1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিপদে পড়বেন ইমরান খান?

৭ জুন ২০১৮

ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খানের প্রকাশিতব্য আত্মজীবনীর কিছু অংশ ফাঁস হওয়ার পর পাকিস্তানে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে৷ এই বই আসন্ন জাতীয় নির্বাচনে ইমরান খান এবং তাঁর দল পিটিআই-এর উপর কি নেতিবাচক প্রভাব ফেলবে?

https://p.dw.com/p/2z4Ln
ছবি: Facebook/Imran Khan Official

রেহাম খানের প্রকাশিতব্য আত্মজীবনীর কিছু অংশ ফাঁস হওয়ার একদিন পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে সাবেক ক্রিকেটার ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)৷ দলটির দাবি, ৪৫ বছর বয়সি ব্রিটেনের নাগরিক রেহাম খান দলটির নেতার বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ প্রচারণায় নেমেছেন৷ কেউ কেউ এমন দাবিও করছেন যে, পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লিগ-নেওয়াজ (পিএমএল-এন) রাজনৈতিক স্বার্থে বইটি স্পন্সর করছে, যাতে নির্বাচনের আগে ইমরান খানে ভাবমূর্তি ক্ষুন্ন হয়৷

রেহামের সঙ্গে খানের দাম্পত্য জীবন অবশ্য বেশিদিন স্থায়ী ছিল না৷ ২০১৫ সালের জানুয়ারী মাসে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন, আর তাদের বিচ্ছেদ ঘটে সেবছরেরই অক্টোবরে৷ অপ্রকাশিত আত্মজীবনীতে রেহামের নিজের জীবনের নানা কথা ছাড়াও ইমরান খানের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে বলে শোনা যাচ্ছে৷ সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট রেহাম বিচ্ছেদের পর থেকে খানের রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে আসছেন৷

পাকিস্তানি সঙ্গীত শিল্পী এবং পিটিআই অ্যাক্টিভিস্ট সালমান আহমেদ দাবি করেছেন, ‘‘এক গোপন সূত্রে আমি জেনেছি যে বইটি লেখার জন্য রেহাম খানকে পিএমএল-এন সোয়া লাখ ইউরো প্রদান করেছে৷ খানের মানহানির জন্য আমাকেও টাকা সেধেছিলেন রেহাম৷ আমার কাছে তার প্রমাণ আছে৷’’

তিনি বলেন, ‘‘রেহাম মনে করেন, ইমরান খান এমন এক ভণ্ড এবং মিথ্যাবাদী যে রোজা রাখে না, নামাজও পড়ে না৷’’

পিটিআইয়ের মুখপাত্র ফাওয়াদ চৌধুরী মনে করেন, ইমরান খান এবং তাঁর দল সম্পর্কে জনগণের মাঝে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টির লক্ষ্যে নির্বাচনের আগে বইটি প্রকাশ করা হচ্ছে৷ তিনি বলেন, ‘‘এটা হচ্ছে নির্বাচন-পূর্ববর্তী জালিয়াতি৷’’

চলতি বছরের মার্চ মাসে ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে রেহাম খান অবশ্য বলেছেন, তাঁর আত্মজীবনীটি মূলত ইমরান খানকেন্দ্রিক নয়৷ তিনি বলেন, ‘‘বইটিতে আমার জীবন, অভিজ্ঞতা, নানা সংস্কৃতিতে বসবাস ইত্যাদি বিষয়ের উল্লেখ রয়েছে৷ আর আমার বিয়েগুলো যেহেতু আমার জীবনের অংশ, তাই সেগুলোও স্থান পেয়েছে৷ আত্মজীবনীতে আমার জীবন সম্পর্কে সৎ বক্তব্য রয়েছে৷’’

তিনি এ-ও দাবি করেছেন যে, বই প্রকাশের সময়ের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই৷ ‘‘প্রথমত, আমরা জানি না যে, এ বছর আদৌ নির্বাচন হবে কিনা৷ দ্বিতীয়ত, কষ্টদায়ক স্মৃতিগুলো কাগজে লিপিবদ্ধ করতে আমার সময় লেগেছে,’’ বলেন তিনি৷

ইমরান খানের দল অবশ্য প্রকাশিতব্য বইটি পাকিস্তানে নিষিদ্ধের দাবি জানিয়েছে৷ পাশাপাশি বইটি প্রকাশিত হলে ব্রিটেনে রেহামের বিরুদ্ধে ইমরানের মানহানির অভিযোগে মামলাও করতে পারে দলটি৷ পাকিস্তানের আদালতে রেহামের বিরুদ্ধে ইতোমধ্যে বেশ কয়েকটি উকিল নোটিশ জারি করা হয়েছে৷

উল্লেখ্য, আগামী ২৫ জুলাই পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে৷ দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের রাজনৈতিক জীবনের উপর নিষেধাজ্ঞা থাকায় এবং বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় অনেকেই ধারণা করছেন যে, পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন ইমরান খান৷ তবে ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডে অবস্থানকালে খানের যে ‘প্লেবয় ইমেজ’ ছিল তা পাকিস্তানের অনেকের পছন্দ নয়৷ নির্বাচনের আগে তাই ইমরান আর নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনো বিতর্কে জড়াতে চান না৷

শামিল সামস/এআই