সাবেক অধিনায়কদের চোখে ইংল্যান্ড বিশ্বকাপ
এবারের বিশ্বকাপ কেন আলাদা? কার ব্যাটে উঠবে ঝড়? কোন বোলার ত্রাস ছড়াবেন? সেরা অধিনায়কই বা কে হবেন? কতদূর যাবে বাংলাদেশ? কে নিতে পারে ট্রফি? এমন সব প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়করা৷
হাবিবুল বাশার
ফরম্যাটের কারণে এবারের বিশ্বকাপ জমজমাট হবে৷ কারণ, প্রথমত, কোনো দুর্বল দল এই আসরে খেলার সুযোগ পায়নি৷ দ্বিতীয়ত, সব দলকে সবার সাথে খেলতে হবে৷ ফেভারিট হিসেবে ইংল্যান্ডকেই এগিয়ে রাখবো৷ বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার যোগ্যতা রাখে, তবে আমার বিশ্বাস পঞ্চম হতে পারে৷ আলোচনায় না থাকলেও, চমক দেখাতে পারে ওয়েস্ট ইন্ডিজ৷ তবে অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মোর্ত্তজাকেই এগিয়ে রাখবো, কারণ, তার ব্যক্তিত্ব ও অভিজ্ঞতা৷
মিনহাজুল আবেদিন নান্নু
সাম্প্রতিক ফর্ম এবং হোম কন্ডিশন বিবেচনায় আমি ইংল্যান্ডকেই ফেভারিট মনে করি৷ অস্ট্রেলিয়ারও ভালো সম্ভাবনা আছে৷ তবে বড় আসরে পাকিস্তান সব সময়ই চমক দেখিয়ে থাকে৷ এবারের আসরে বাংলাদেশ দল নিয়ে আমি অনেক আশাবাদী৷ আমার বিশ্বাস, নিজেদের সেরাটা খেলতে পারলে টাইগাররা সেমিফাইনালে খেলার যোগ্যতা রাখে৷ মুশফিকের ব্যাটিং সবার নজর কাড়তে পারে৷ মাশরাফির অধিনায়কত্ব বাংলাদেশ দলের সাথে বাকি দল গুলোর ব্যবধান গড়ে দিতে পারে৷
মোহাম্মদ আশরাফুল
সেরা ১০ দল খেলবে এবারের বিশ্বকাপে, এই কারণে লড়াইটা বেশি হবে৷ আগের আসরগুলোতে গ্রুপে এক বা দুটি তুলনামুলক দুর্বল দল সুযোগ পেতো৷ এবার সেটা হচ্ছে না৷ ইংল্যান্ডের বিশ্বকাপ রেকর্ড সন্তোষজনক না হলেও, এবারের দলটি ভিন্ন বার্তা দিচ্ছে৷ ইংলিশদের শিরোপা জয়ের অপেক্ষার অবসান হতে পারে বলে আমি মনে করি৷ আফগানিস্তান বাকি দলগুলোর জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে৷ অধিনায়ক হিসেবে মাশরাফিকেই এগিয়ে রাখবো৷
আমিনুল ইসলাম বুলবুল
টি টোয়েন্টির কারণে ক্রিকেটে অনেক গতি এসেছে৷ তাই ব্যাটসম্যানরাই শাসন করবে এবারের আসর৷ সম্ভাবনা অনেকের থাকলেও ইংল্যান্ডের জস বাটলারকেই এগিয়ে রাখবো৷ এই ইংলিশ রয়েছেন দারুণ ছন্দে৷ বাটলার ছন্দে থাকলে এবারের আসরে তাঁর দল ইংল্যান্ড অনেক দূর যাবে৷ আর বল হাতে রশিদ খানের চমক দেখার অপেক্ষায় আছি৷ বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চে এই লেগ স্পিনার ব্যাটসম্যানদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারেন৷
খালেদ মাহমুদ সুজন
আমি পুরো আসরে বাংলাদেশের চমক দেখার অপেক্ষায়৷ আমার বিশ্বাস, বাংলাদেশ দল সেমিফাইনাল পর্যন্ত যাবে৷ সাকিবের এটি চতুর্থ বিশ্বকাপ৷ ঘূর্ণি বোলিংয়ের সাথে তার অভিজ্ঞতা যে কোনো দলের বিপক্ষেই ম্যাচের পরিস্থিতি পাল্টে দেয়ার ক্ষমতা রাখে৷ নিজের সেরাটা খেলতে পারলে শীর্ষ ব্যাটসম্যানদের তালিকায় আশা করি তামিমকে৷ আর অধিনায়ক মাশরাফি যে ছন্দে আছে তা আমাকে আরো আশাবাদী করে তুলছে বাংলাদেশকে নিয়ে৷
গাজী আশরাফ হোসেন লিপু
ইংল্যান্ডের পরই ভারত শিরোপার অন্যতম দাবীদার৷ এই দলে আছে কোহলি, ধোনির মতো অভিজ্ঞ ক্রিকেটার, বুমরার মতো বোলার৷ সব মিলে ভারত শিরোপা জিতলে মোটেও অবাক হবো না৷ ইংল্যান্ড হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের জন্য আবেগের জায়গা৷ কারণ এখানে বিশ্বকাপে অভিষেক হয়েছিল বাংলাদেশের৷ বাংলাদেশকে বলতে চাই, আসরের ডার্ক হর্স, যে দলটা তিন বা চারটা জয় পেতে পারে৷ তবে মাশরাফি বিন মোর্ত্তজার অধিনায়কত্বে পাল্টে যেতে পারে অনেক কিছুই৷
খালেদ মাসুদ পাইলট
ফেভারিটের তালিকায় সবার আগে ইংল্যান্ডকে রাখলেও আমার নজর থাকবে দক্ষিণ আফ্রিকার উপর৷ এই দলটা বিশ্বকাপে এসে চোকার হয়ে যায়৷ আমার বিশ্বাস, এবার তারা কাউকে সুযোগ দেবে না৷ কঠিন হলেও বাংলাদেশের সেমিতে খেলার সম্ভাবনা দেখছি৷ কন্ডিশন পেসারদের অনুকুলে হলেও বল হাতে নজর কাড়বে যে কোনো লেগ স্পিনার৷ আর ব্যাট হাতে ওয়ার্নার ও কোহলি শাসন করবে বলে আমার বিশ্বাস৷ অধিনায়কদের তালিকায় মাশরাফি বিন মোর্ত্তজাকেই এগিয়ে রাখবো৷
আকরাম খান
ফরম্যাটের কারণেে এবার দল গুলোর ব্যবধান খুবই কম৷ সবার সমান সুযোগ থাকবে৷ তাই বাংলাদেশকেই আমি এগিয়ে রাখবো৷ অন্য দলগুলোর তুলনায় অভিজ্ঞতায় আমরা অনেক এগিয়ে৷ আর দলের তরুণ ক্রিকেটাররাও রয়েছে দারুণ ছন্দে৷ সম্প্রতি শেষ হওয়া তিন জাতির সিরিজের ট্রফি জয় আমাকে আরো বেশি আশাবাদী করে তুলছে৷ জাসপ্রিত বুমরা যে কোনো ব্যাটসম্যানের জন্য আতঙ্ক হয়ে দাঁড়াতে পারে৷ আর ব্যাটসম্যানদের তালিকায় কোহলিকে সবার চেয়ে এগিয়ে রাখবো৷