1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাবধান! ক্লিক করবেন না কামসূত্রে

১৬ জানুয়ারি ২০১১

ইন্টারনেট ব্যবহারকারীদের আবারো বোকা বানাতে সক্রিয় হ্যাকাররা৷ হ্যাকার চক্র বেছে নিয়েছে ভারতের প্রাচীন সংস্কৃতিকে৷ ইন্টারনেটে ছড়ানো হচ্ছে একটি পাওয়ারপয়েন্ট ফাইল৷ যাতে রয়েছে কামসূত্র থেকে নেয়া যৌনাসনের বিভিন্ন ছবি৷

https://p.dw.com/p/zyGC
কম্পিউটার ভাইরাস থেকে সাবধানছবি: fotolia/Antonio

কম্পিউটার সুরক্ষা বিষয়ক সংস্থা সফোস জানাচ্ছে, কামসূত্রের এসব যৌনাসনের সঙ্গেই রয়েছে একটি ট্রোজান৷ এটির নাম ট্রোজ/বেকডর্-আরএফএম৷ কোন ইন্টারনেট ব্যবহারকারী যদি যৌনাসনের পাওয়ারপয়েন্ট ফাইলের উপর ক্লিক করেন, তাহলেই সক্রিয় হবে ট্রোজান৷ এরপর ব্যবহারকারীর কম্পিউটারটির নিয়ন্ত্রণ চলে যাবে কোন এক হ্যাকারের দখলে৷

বলে বসতে পারেন, হ্যাকারের কাছে নিয়ন্ত্রণ কিভাবে যাবে? ইন্টারনেটের যুগে বিষয়টি একেবারেরই সোজা৷ কেননা, অনলাইন নেটওয়ার্ক ব্যবহার করে বর্তমানে যেকোন জায়গায় বসেই যেকারো কম্পিউটারে প্রবেশ করা সম্ভব৷

BdT Deutschland Ausstellung Erotische Wellen in Stralsund
হামবুর্গে একটি প্রদর্শনীতে কামসূত্রছবি: picture-alliance/ ZB

এবার ভাবুন, হ্যাকার আপনার কম্পিউটারে প্রবেশ করে কি করতে পারে? শুরুতেই যা সম্ভব তা হল, আপনার সব গোপন ফাইলপত্র ঘাঁটাঘাঁটি৷ তারপর ই-মেল, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের পাসওয়ার্ড চুরি৷ বাকিটা মাস শেষে, আপনার ব্যাংক অ্যাকাউন্টের হিসেবই বলে দেবে৷

তাই সাবধান৷ অতিউৎসাহী হয়ে এধরনের কামসূত্রের যৌনাসন দেখতে যাবেননা৷ ই-মেইল বা অন্য কোন লিংকে পাওয়া ‘রিয়েল কামসূত্র ডটপিপিএস ডটিইএক্সই' পাওয়ারপয়েন্ট ডিলিট করুন এখনই৷ সম্ভব হলে, অন্যদেরকেও এই বিষয়ে সতর্ক করুন৷

বলাবাহুল্য, কম্পিউটারে কামসূত্র ভাইরাস এর আগেও আঘাত হেনেছিল৷ ২০০৬ সালে কয়েক লাখ কম্পিউটারে ছড়িয়ে পড়ে এই ভাইরাস৷ ইন্টারনেট বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ২০০৬ সালের সেই ভাইরাস এবার এসেছে নতুন রূপে, আরো সক্রিয়ভাবে৷ কোন কম্পিউটারে একবার এই ভাইরাস বাসা বাধঁলে তাকে দূর করা বেশ কঠিন৷

উল্লেখ্য, কম্পিউটারকে ভাইরাস বা ক্ষতিকারক সফটওয়্যারমুক্ত রাখতে বর্তমানে ইন্টারনেটেই পাওয়া যাচ্ছে বিভিন্ন অ্যান্টিভাইরাস৷ তাই, সম্ভব হলে কিনে ফেলুন একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার৷ আর তা নাহলে, ব্যবহার করতে পারেন ম্যাকাফি কিংবা নর্টনের মতো অ্যান্টি-ভাইরাসগুলোর পরীক্ষামূলক সংস্করণ৷ ইন্টারনেটে এগুলো পাবেন বিনামূল্যে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য