সাফ ফুটবল বিজয়িনীদের ভালোবাসায় বরণ
পাকিস্তানের সঙ্গে ড্রয়ের পর ভারত, ভুটান, নেপালকে হারিয়ে সাফ ফুটবলে টানা দ্বিতীয় শিরোপা জিতেছেন নারী ফুটবলাররা৷ বৃহস্পতিবার তাদের অভিনন্দন জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাফুফে ভবন পর্যন্ত ছিল জনতার ভিড়৷
কঠোর নিরাপত্তা
মেয়েরা ঢাকায় নামার আগে থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়৷
অপেক্ষা
কখন আসবে ওরা? রাস্তার দুই পাশে পতাকা হাতে নিয়ে দীর্ঘ সময় ধরে সাবিনাদের অভিনন্দন জানাতে আসা মানুষদের অপেক্ষা৷
গর্বিত বাস চালক
বিআরটিসির যেই বাসে করে সাবিনারা বাফুফে ভবন পর্যন্ত যাবেন, তার চালক মেহেদী হাসান৷ বিজয়ী দলকে বহন করে নিয়ে যাওয়ার দায়িত্ব পেয়ে তিনি যারপরনাই আনন্দিত৷ নিরাপদে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেয়ার কাজটি তিনি যথাযথভাবে করতে চান৷
ছাদ থেকে ছাদখোলা বাসের বিজয়িনীদের দেখা
বিমানবন্দর সড়কের আশেপাশের ভবনগুলোর ছাদ থেকে বা জানালা থেকে উঁকি দিয়ে উৎসুক মানুষেরা দেখেছেন সাফজয়ী মেয়েদের৷
‘শিরোপা বাংলাদেশের মানুষের’
বিমান বন্দরে সাফজয়ী ইংলিশ কোচ জেমস পিটার বাটলার সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন৷ তিনি বলেন, ‘‘এই শিরোপা বাংলাদেশের মানুষেরই৷’’ তার মতে শিরোপা জেতাটা বড় কথা নয়, মেয়েরা যে ধরনের ফুটবল খেলেছে, সেটাই আনন্দের৷
ছাদখোলা বাস
দুই বছর আগে প্রথম বারের মতো সাফ জয়ের আগে বাংলাদেশের মেয়েরা ঘরে ফিরে ছাদ খোলা বাসে চড়ার প্রত্যাশা জানিয়েছিলেন৷ সেবার শিরোপা জয়ের পর তাড়াহুড়ো করে তাদের জন্য সেই ব্যবস্থা করা হয়৷ এবারও তেমন চড়েই দেশবাসীর ভালোবাসায় সিক্ত হলেন সাবিনারা৷
ট্রফি হাতে
এই সেই ট্রফি যা জয়ের পর এক মুহূর্ত হাতছাড়া করতে চাইছেন না মেয়েরা৷ রাতে সেই ট্রফি নিয়ে তাদের ঘুমের ভঙ্গিমায় তোলা ছবি এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল৷ এই ছবিতে ট্রফি হাতে নিলুফা ইয়াসমিন নীলা৷
স্বপ্নটা আরো বড়
আগেরবার বাংলাদেশের অধিনায়ক সাবিনার হাত ধরে এসেছিল বাংলাদেশের মেয়েদের সাফ শিরোপা৷ দ্বিতীয় সাফ জয়ের পর তাদের স্বপ্নটা আরো বড়৷ অধিনায়ক সাবিনা বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, ‘‘আমরা এই শিরোপা জিততে পেরে অত্যন্ত আনন্দিত, আমরা দেশের মানুষের কাছে আশীর্বাদ চাই, যেন এমন সাফল্য আরও উপহার দিতে পারি৷’’
বিজয়-যাত্রা
পূর্ব পরিকল্পনা অনুযায়ী, বিমানবন্দর থেকে এক্সপ্রেসওয়ে, এফডিসি, সাত রাস্তার মোড়, মগবাজার ফ্লাইওভার, কাকরাইল, পল্টন, নটরডেম কলেজ, শাপলা চত্বর হয়ে বাফুফে ভবনে যায় বাসটি৷ যানজট এড়ানোর জন্য এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার পরিকল্পনা করা হলেও শেষ পর্যন্ত সেটি জট এড়ানো যায়নি৷
বঞ্চনা সঙ্গী তাদের
বাংলাদেশের এই জয়ের পর আবারও প্রশ্ন উঠেছে মেয়েদের বেতন, সুযোগ-সুবিধা নিয়ে৷ যথেষ্ট প্রশিক্ষণের সুযোগ না পাওয়া, অনিয়মিত বেতন-ভাতা সহ নানা বঞ্চনাকে সঙ্গী করে একের পর এক সাফল্য এনে দিচ্ছেন তারা৷ এবার ফুটবল কর্মকর্তা বা সরকারের টনক নড়বে?
রাষ্ট্রীয় সংবর্ধনা
বাফুফে ভবনে পৌঁছাতে মেয়েদের সন্ধ্যা হয়ে যায়৷ এরমধ্যেই জানা গেছে সাফজয়ী দলকে সংবর্ধনা দিতে শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবনে আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস৷
এক কোটি টাকার পুরস্কার
বাফুফে ভবনে মেয়েদের অভিনন্দন জানান ক্রীড়া উপদেষ্টা৷ জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে এক কোটি টাকা পুরস্কার ঘোষণা দেন তিনি৷ এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেয়েদের ২০ লাখ দেয়ার কথা জানিয়েছে৷