সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা, ৩০ কোটি টাকা জব্দ
১৪ মে ২০১০প্রতারক চক্রের টাকা জব্দ
শুক্রবার দৈনিক প্রথম আলো বিশেষ একটি খবরকে প্রধান প্রতিবেদন করেছে৷ শিরোনাম, ‘প্রতারক চক্রের ৩০ কোটি টাকা জব্দ'৷ মাত্র দশ মাসে টাকা দ্বিগুন হবে- এরকম লোভ দেখিয়ে একটি বিদেশি চক্র বাংলাদেশের সাধারণ মানুষের কাছ থেকে টাকা জমা নিচ্ছিল৷ কিন্তু বাংলাদেশ ব্যাংক বিষয়টির যৌক্তিকতা খুঁজে না পাওয়ায় এই চক্রের ৩০ কোটি টাকা জব্দ করেছে এবং প্রয়োজনীয় তদন্তের নির্দেশ দিয়েছে৷ দৈনিক প্রথম আলো এই খবরটিকে বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে৷
এছাড়া দৈনিক কালের কন্ঠের প্রধান শিরোনাম, ‘বিদ্যুতের দাম ফের বাড়ছে!'
ট্যাক্সি ক্যাব চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
মূলত গাড়ি রিক্যুইজেশন নিয়ে বিপত্তির সূত্রপাত৷ বাংলাদেশে সরকারি কাজের জন্য মাঝে মাঝে সাধারণ মানুষের গাড়ি নিয়ে যাওয়া হয়৷ পরে আবার তা ফিরিয়েও দেওয়া হয়৷ বৃহস্পতিবার দুপুরে সাধারণ ট্যাক্সিক্যাব চালকদের গাড়িও এভাবে নিতে চেয়েছিল পুলিশ৷ কিন্তু সে সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় ট্যাক্সি চালকরা৷ দৈনিক ইত্তেফাক এই খবরটি শিরোনাম করেছে এভাবে, ‘প্রতিবাদকারী ক্যাব চালকদের উপর পুলিশের হামলা, গ্রেপ্তার আট'৷ পত্রিকাটি জানাচ্ছে, আটককৃত চালকদের নাকি ব্যাপক মারধর করেছে পুলিশ৷ বিষয়টি নিয়ে এখনো উত্তেজনা বিরাজ করছে৷
চট্টগ্রামের মেয়রকে পদ ছাড়ার নির্দেশ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম জানাচ্ছে, ‘সাতদিনের মধ্যে মেয়র পদ ছাড়তে হবে মহিউদ্দিনকে'৷ আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতেই তাঁকে পদ ছাড়তে বলেছে নির্বাচন কমিশন৷
গ্রন্থনা: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়