সাগরে পড়লো উত্তর কোরিয়ার স্যাটেলাইট
উত্তর কোরিয়ার একটি স্যাটেলাইট বুধবার মহাকাশে উৎক্ষেপণ প্রচেষ্টা ব্যর্থ হয়৷ ফলে তা মুখ থুবড়ে পড়ে সাগরে৷ উত্তর কোরিয়ার মিডিয়া এ খবর প্রকাশ করেছে৷
চোলিমা-১
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, ‘চোলিমা-১’ নামের রকেটটি উৎক্ষেপণের প্রচেষ্টা ব্যর্থ হবার কারণ এর ইঞ্জিন ও জ্বালানি সিস্টেমের অস্থিতিশীলতা ৷
ষষ্ঠ প্রচেষ্টা
নিউক্লিয়ার সমৃদ্ধ দেশটির স্যাটেলাইট উৎক্ষেপণের এটি ষষ্ঠ প্রচেষ্টা৷ ২০১৬ সালে সবশেষ তারা এমন উদ্যোগ নেয়৷
দক্ষিণ কোরিয়ার শঙ্কা
ছবিতে দেখা যাচ্ছে উত্তর কোরিয়ার লোকজন টিভিতে স্যাটেলাইট উৎক্ষেপণের চিত্র দেখছে৷ তাদের দাবি, উত্তর কোরিয়া স্যাটেলাইটটি দক্ষিণের দিকে পাঠাচ্ছে৷
শঙ্কা জাপানেরও
জাপানের একটি টিভি স্ক্রিনের ছবি এটি৷ সেখানে ‘জে অ্যালার্ট’ জারি করা হয়৷ তাদের শঙ্কা- উত্তর কোরিয়া স্যাটেলাইট পাঠানোর কথা বলে মিসাইল পরীক্ষা চালাচ্ছে, যে কাজটি তারা আগেও করেছিল৷
রকেটের ভেঙ্গে পড়া অংশ
এই ছবিটিতে সমুদ্র থেকে যন্ত্রাংশ উদ্ধার করার৷ ধারণা করা হচ্ছে, এই যন্ত্রাংশগুলো উত্তর কোরিয়ার রকেটটির৷
5 ছবি
1 | 55 ছবি