সাকিব, লিটনের অভাব ঢেকে দিল বরুণ, শার্দুল, সুয়শরা
৭ এপ্রিল ২০২৩শ্রেয়স আইয়ার চোট পেয়ে টিমের বাইরে। সাকিব আল হাসান খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন। লিটন দাস এখনো টিমের সঙ্গে যোগ দেননি। নতুন অধিনায়ক নীতীশ রানা। এই অবস্থায় বিরাট কোহলি, ফ্লাফ দুপ্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ইডেনে খেলতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। এই বেঙ্গালুরু আগের ম্যাচে রোহিত শর্মার মুম্বইকে হারিয়েছে। ব্যাটে রান পেয়েছেন বিরাট।
কিন্তু ক্রিকেটের এই ২২ গজের পিচে কোনদিন যে কে ভেলকি দেখাবেন, তার কোনো ঠিক নেই। বিশেষ করে টি-টোয়েন্টিতে হামেশাই দেখা যায়, নতুন নায়কেরা উঠে আসেন। যেমন এদিন এলেন অনামী স্পিনার সুয়শ শর্মা, যেমন ব্যাট হাতে ভেলকি দেখালেন শার্দুল ঠাকুর। সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তীরা ভালো বল করলেন। আর তাসের ঘরের মতো ভেঙে পড়লো আরসিবি।
সুয়শ শর্মা কে?
এই প্রথম আইপিএলের ম্যাচে দেখা গেল তাঁকে। লম্বা চুল। ডেলিভারি করেন আকাশের দিকে তাকিয়ে। মূলত লেগ স্পিনার হলেও দুদিকে বল ঘোরাতে পারেন। মুখে সবসময় হাসি। এই হলেন সুয়শ শর্মা।
দিল্লির প্লেয়ার। তবে এর আগে আইপিএলের মতো কোনো বড় ক্রিকেটের মঞ্চে তাকে দেখা যায়নি। কেকেআরে ট্রায়াল দিতে এসেছিলেন। সেখানেই চোখে পড়ে যান কোচ চন্দ্রকান্ত পন্ডিতের। তারপরই কেকেআর ২০ লাখ টাকায় তাকে নিয়ে নেয়।
এদিন সুয়শ নেমেছিলেন ইমপ্য়াক্ট প্লেয়ার হিসাবে। এবারের আইপিএলে নতুন সংযোজন হলো ইমপ্যাক্ট প্লেয়ার। প্রথম একাদশে থাকা কোনো প্লেয়ারের বদলে একজন ইমপ্য়াক্ট প্লেয়ার নেয়া যায়। অর্থাৎ, কোনো বোলার প্রথম একাদশে থাকলেন। তিনি বল করলেন। তারপর ব্যাট করার সময় তার জায়গায় ইমপ্যাক্ট প্লেয়ার নামলেন।
প্রথম ম্যাচেই তিন উইকেট নিয়েছেন সুয়শ। বল ঘুরিয়েছেন। তাকে সামলাতে পারেননি আরসিবির ক্রিকেটাররা।
সুনীল-বরুণ যুগলবন্দি
অবশ্য সুয়শ বল করতে আসার আগেই, সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তী আরসিবি ব্য়াটিংয়ে ধস নামিয়ে দিয়েছেন। সুনীল আউট করলেন বিরাট কোহলিকে। আর বরুণের বলে আউট হলেন দুপ্লেসি, ম্যাক্সওয়েল, হর্শল প্যাটেল এবং আকাশদীপ। তিন স্পিনার নয় উইকেট নিলেন।
শার্দুলের কামাল
তবে প্রথমে ব্যাট করা কেকেআরের অবস্থাও একসময় বেশ খারাপ ছিল। ৮৯ রানে তাদের পাঁচ উইকেট পড়ে যায়। তারপর উইকেটে আসেন শার্দুল ঠাকুর। একের পর এক চার, ছয় মারতে থাকেন। মাত্র ২৯ বলে ৬৮ রান করেন তিনি। ২০ বলে অর্ধশতক করেন। তাকে যোগ্য সহায়তা করেন রিংকু সিং। রিংকু করেন ৪৫ রান।
এর আগে ওপেন করতে নেমে রহমতুল্লাহ করেন ৫৭ রান। এই তিনজনের কৃতিত্বেই কেকেআরের রান গিয়ে দাঁড়ায় ২০৪।
এই বিশাল রান তাড়া করতে গিয়ে একের পর এক উইকেট হারায় আরসিবি। শেষ পর্যন্ত তারা ১২৩ রানে অলআউট হয়ে যায়।
এবার কেকেআর নিয়ে প্রচুর জল্পনা হয়েছে। শ্রেয়স, সাকিবের না খেলা ও লিটনকে প্রথম থেকে না পাওয়া নিয়ে অনেক কথা হয়েছে। কিন্তু প্রথম ম্যাচে দেখা গেল, কেকেআরের জিততে কোনো অসুবিধা হয়নি।
শাহরুখের নাচ
এদিন গ্যালারিতে ছিলেন কেকেআরের মালিক শাহরুখ খান। ম্যাচ শেষ হতেই পাঠানের গান বাজে। তার সঙ্গে নাচতে দেখা যায় শাহরুখকে।
ম্যাচের পর তিনি মাঠে আসেন। ছিলেন বিরাট কোহলিও। বিরাটকে বেশ কিছু নাচের স্টেপ শেখান শাহরুখ।
জিএইচ/এসজি (ক্রিকইনফো)