1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাইবেরিয়ায় ভয়ংকর দাবানল সামলাতে সেনা বিমান

১৫ জুলাই ২০২১

সাইবেরিয়ায় দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নেভাতে সামরিক বিমান ও হেলিকপ্টার পাঠাল রাশিয়া।

https://p.dw.com/p/3wUvO
দবানল নেভাতে ওয়াটার বম্বিং করছে বিমানছবি: RUSSIAN DEFENCE MINISTRY/REUTERS

প্রায় আট লাখ হেক্টর এলাকা জুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে। একে হিট ওয়েভ চলছে, তার উপর জোরে হাওয়া বইছে। ফলে আগুন নেভানোর কাজ কঠিন হয়ে পড়ছে। আগুন নেভানোর যাবতীয় প্রয়াস ব্যর্থ হচ্ছে। এই অবস্থায় রাশিয়া সামরিক বিমান ও হেলিকপ্টার ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, সেনার কাছে যে পরিবহন বিমান আছে, তা দিয়ে ওয়াটার বম্বিং করা হয়েছে। আর হেলিকপ্টারগুলি অগ্নিনির্বাপক যন্ত্রপাতি নিয়ে গেছে। কোন এলাকায় দাবানল সব চেয়ে জোরালো, সেটাও তারা দেখছে। 

দাবানল নেভানোর দায়িত্বে থাকা সংস্থা জানিয়েছে, সব চেয়ে খারাপ অবস্থা ইয়াকুটিয়াতে। সেখানে পাঁচ লাখ ৭৮ হাজার হেক্টর জুড়ে ১৪৪টি দাবানল জ্বলছে। সবমিলিয়ে সাইবেরিয়ায় ৩০০টি দাবানল জ্বলছে।

স্থানীয় মানুষ প্রেসিডেন্ট পুটিনের কাছে আবেদন জানিয়েছিলেন যে, তিনি যেন আগুন নেভানোর জন্য আরো যন্ত্রপাতি ও প্রশিক্ষিত কর্মী পাঠান। তারপর এই ব্যবস্থা নেয়া হয়েছে। 

সমালোচনা

এর আগে গ্রিস, তুরস্ককে আগুন নেভানোর কাজে সাহায্য করেছে রাশিয়া। কিন্তু নিজের দেশের দাবানল নেভানো নিয়ে তারা তৎপর নয় বলে সমালোচনা শুরু হয়েছে। বুধবার সরকার জানিয়েছে, এই দাবানল অপ্রত্যাশিত কাণ্ড করছে। আগে তার দাপট যতটা ছিল, এখন তা অনেক বেশি।

ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের জন্য দাবানল এমন চেহারা নিয়েছে যা অতীতে কখনো হয়নি। সাইবেরিয়ার এই অঞ্চলে প্রায় প্রতি বছর দাবানল লাগে। কিন্তু গত কয়েক বছর ধরে এখানে অস্বাভাবিক গরম পড়ছে। একে গরম, তার উপর প্রবল হাওয়া আগুন নেভানোর কাজ কঠিন করে দিচ্ছে।

জিএইচ/এসজি(রয়টার্স, এপি)