সাইকেলে চড়ে ইউরোপের ইতিহাস দেখা
প্রায় পঞ্চাশ বছর ইউরোপ ছিল পূর্ব আর পশ্চিমে বিভক্ত৷ চরম বৈরি দুই অংশের বিভাজনরেখার প্রতীকী নাম ছিল ‘দ্য আয়রন কার্টেল ট্রেল’ বা লৌহ যবনিকা৷ সেই রেখা এখন সাইকেলে ইউরোপ ঘুরে দেখার পথ৷ চলুন দেখে আসি...
কির্কেনেস, নরওয়ে
ঠান্ডা যুদ্ধের সেই সময়ের স্মৃতি ফিরিয়ে আনতে যাত্রা শুরু করতে হবে নরওয়ের কির্কেনেস শহরের কাছের এই রাস্তা থেকে৷ বন-জঙ্গলের ভেতর দিয়ে, হৃদের তীর ঘেঁষে এই পথ গিয়ে মিলেছে রাশিয়ার সীমান্তে৷
সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া
এই পথে প্রথম শহরের দেখা পাওয়া যাবে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছালে৷ ১৯২৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত শহরটির নাম ছিল লেনিনগ্রাদ৷ এ শহরে নেভার নদীর তীরে রয়েছে দ্য হার্মিটেজ জাদুঘর৷ জাদুঘরটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে৷
তালিন, এস্তোনিয়া
সেন্ট পিটার্সবার্গ থেকে এস্তোনিয়ার রাজধানী তালিনে গেলে মুগ্ধ হবেন টাউন হল দেখে৷ এটিও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত৷
রিগা, লাটভিয়া
বাল্টিক অঞ্চলের সবচেয়ে বড় শহর লাটভিয়ার রাজধানী রিগা৷এই শহরের আর্ট নুভৌ-কেও বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো৷
গদান্স্ক, পোলান্ড
বাল্টিক সাগরের তীর ধরে ধরেই এগিয়ে যায় সাইকেল৷ তাই পোলান্ডের গদানস্কে পৌঁছানোর পর মন চাইলে পানিতে টুক করে একটা ডুব দিয়ে আসতে পারেন৷ ভালোই লাগবে! এ শহর থেকেই শুরু হয়েছিল লৌহ যবনিকার পতন৷
ল্যুবেক, জার্মানি
গদান্স্ক থেকে চলে আসুন জার্মানির ল্যুবেকে৷ এ শহরে গেলে হল্সটেন্টর গেটটা দেখতে ভুলবেন না কিন্তু!
পয়েন্ট আলফা, জার্মানি
ঠান্ডা যুদ্ধের সময় পয়েন্ট আলফা নামটি নিয়মিতই স্থান পেতো খবরে৷জার্মানির হেসে আর টুরিঙ্গিয়ার এই সীমান্ত অঞ্চলে সব সময়ই থাকতো টানটান উত্তেজনা৷
চেব, চেক প্রজাতন্ত্র
জার্মানির বাভারিয়া এবং স্যাক্সনির কাছেই চেক প্রজাতন্ত্রের শহর চেব৷ ৩০ হাজার অধিবাসীর এই শহরের কিছু স্থাপত্য দেখলে মনে হবে যেন মধ্য যুগের ফিরে গেছেন৷
ব্রাতিস্লাভা, স্লোভাকিয়া
সাইকেল নিয়ে এরপরে চলে যান স্লোভাকিয়ার ব্রাতিস্লাভে৷ এ শহরের সবচেয়ে দর্শনীয় স্থান ব্রাতিস্লাভা ক্যাসল৷১৯৯২ সালে এখানেই চূড়ান্ত হয়েছিল স্লোভাকিয়ার সংবিধান৷
সপ্রন, হাঙ্গেরি
৬০ হাজার অধিবাসীর এই শহরের টাউন হলটিও (ওপরের ছবিতে মাঝখানে) দেখার মতো৷ অনেক পর্যটকের কাছে অবশ্য ফায়ার টাওয়ার (ওপরের ছবিতে বাম দিকে) বেশি প্রিয়৷
বেলাসিকা মাউন্টেন, গ্রিস
সাইকেল চালানোর এই রুটের সবচেয়ে আকর্ষণীয় স্থান গ্রিসের এই পাহাড় অঞ্চল৷ গেলে নিশ্চয়ই মুগ্ধ হবেন৷
এদির্নে, তুরস্ক
দ্য আয়রন কার্টেন ট্রেল-এর ইতিহাস দর্শন শেষ হবে তুরস্কের এই শহরে গেলে৷ রোমানদের প্রতিষ্ঠা করা এই শহরের পাশেই বুলগেরিয়ার সীমান্ত৷