সাইকেল চালিয়ে ওয়ার্ল্ড রেকর্ড
১৯ জানুয়ারি ২০১৭এর ঠিক একমাস পর গত ১৬ জানুয়ারি গিনেস কর্তৃপক্ষের কাছ থেকে রেকর্ড গড়ার ইমেল পায় বিডিসাইক্লিস্টস৷ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বলছে, ১৬ ডিসেম্বর ঢাকায় বিডিসাইক্লিস্টসের আয়োজনে এক সারিতে এক হাজার ১৮৬ জন সাইকেল চালিয়ে ‘চলন্ত সাইকেলের দীর্ঘতম একক সারি' তৈরি করেন৷
আগের রেকর্ডটি ছিল বসনিয়া-হ্যারৎসেগোভিনার৷ ২০১৫ সালে ‘বসনিয়ান সাইক্লিং ফেডারেশন' প্রায় ২০টি দেশের সাইক্লিস্টদের নিয়ে এই রেকর্ড গড়েছিল৷ এর আগে পাঁচ বছর রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের সাইক্লিস্টদের৷
এদিকে, গিনেসের কাছ থেকে সংবাদ পাওয়ার পর বিডিসাইক্লিস্টস-এর সদস্যরা মঙ্গলবার রাতে মানিক মিয়া অ্যাভিনিউতে উৎসব করেন৷
বাংলাদেশের সাইক্লিস্টরা ঢাকার পূর্বাচলে সাইকেল চালিয়েছিলেন৷
গিনেসে নাম উঠানোর পরিকল্পনা শুরু হয় ২০১৬ সালের ৭ জানুয়ারি৷ তারপর একে একে কীভাবে তারা এগিয়েছে তা এক ভিডিওতে তুলে ধরেছে বিডিসাইক্লিস্টস৷
জেডএইচ/ডিজি (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)