পুলিশের কর্মকাণ্ড
৩১ মে ২০১২সাধারণ মানুষের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে পুলিশ৷ পুলিশের নির্যাতন এখন যত্র-তত্র দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে৷ নৈতিক অবক্ষয়ের চরম মূল্য দিচ্ছে দেশের সাধারণ মানুষ৷ আদালত প্রাঙ্গণে এ ধরণের ঘটনা কি এই প্রথম? কে দায়ী এসব ঘটনার জন্য? সাধারণ মানুষের কী করার আছে? দৈনিক পত্রিকা নিউ এজ'এর সম্পাদক নুরুল কবির জানান, ‘‘প্রথমত বাংলাদেশে বহুদিন ধরে পুলিশ নানা রকমের বিশৃঙ্খলা মূলত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত৷ এবং একই সঙ্গে অমানবিক এবং অগণতান্ত্রিক আচরণের সঙ্গে জড়িত৷ যখনই মানুষ রাষ্ট্র বা অসামাজিক কোন অপশক্তির বিরুদ্ধে গণতন্ত্রের জন্য লড়াই করে, স্বাধিকারের জন্য লড়াই করে, মানবাধিকারের জন্য লড়াই করে এবং রাস্তায় আইন সঙ্গতভাবে মিছিল মিটিং করে, তখনই আমরা পুলিশকে নির্মমভাবে ঝাঁপিয়ে পড়তে দেখি৷''
এগুলো ঠিক কী কারণে ঘটতে পারে? সে প্রসঙ্গে নরুল কবির বললেন, যে এগুলো ঘটতে পারে, কারণ বিভিন্ন সময়ে লক্ষ্য করা গেছে যে সরকারগুলো পুলিশকে তার দলীয় রাজনীতির স্বার্থে প্রাক্তন দলীয় কর্মীদের দিয়ে সাজিয়ে থাকে৷ অতীতে দেখা গেছে, যে যখনই দরকার পড়ে, রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা করার জন্য পুলিশ বাহিনীকে ব্যবহার করে এবং এই পুলিশের বিরুদ্ধে মানুষ যখন সোচ্চার হয়, তখন স্বরাষ্ট্র মন্ত্রীরা ‘আমার পুলিশ, আমার পুলিশ' বলে প্রশ্রয় দিচ্ছে৷
সাক্ষাৎকার: মারিনা জোয়ারদার
সম্পাদনা: সঞ্জীব বর্মন