1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকারের জন্য সুপারিশ রেখে যাবে বিদায়ী নির্বাচন কমিশন

১২ সেপ্টেম্বর ২০১১

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদের মধ্যে নির্বাচনী আইন সংস্কার সম্ভব হচ্ছে না৷ নির্বাচন কমিশনার সহুল হোসাইন জানিয়েছেন, তারা একটি সুপারিশ রেখে যাবেন৷

https://p.dw.com/p/12X3e
নির্বাচন কমিশন এখন যথেষ্ট সক্রিয়ছবি: Mustafiz Mamun

বিশ্লেষকরা বলেছেন পুরনো আইনেই যদি প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনারদের নিয়োগ দেয়া হয় তাহলে দলীয়করণের অভিযোগ উঠতে পারে৷ রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের উদ্দেশ্যই ছিল নির্বাচনী আইনের সংস্কার৷ এর মধ্যে ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি ও নির্বাচন কমিশনার নিয়োগ পদ্ধতি অন্যতম৷ কিন্তু এই কমিশনের মেয়াদের মধ্যে তা সম্ভব হচ্ছে না৷ নির্বাচন কমিশার সহুল হোসাইন জানিয়েছেন তারা একটি সুপারিশ রেখে যাবেন৷ আর নতুন প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনারদের পুরনো নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতিই নিয়োগ করবেন৷

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, অতীতে প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনারদের নিয়োগ দিয়েছেন৷ ফলে দলীয়করণের অভিযোগ উঠেছে৷ এখন আওয়ামী লীগ কী করে তা দেখার বিষয়৷

আর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান বলেন, দলীয় বিবেচনায় যদি নির্বাচন কমিশনার নিয়োগ করা হয় তাহলে রাজনৈতিক সঙ্কট আরো বাড়বে৷

বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এবং দু'জন নির্বাচন কমিশনারকে নিয়োগ দেয়া হয় বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে৷ আগামী ১৭ই ফেব্রুয়ারি তাদের মেয়াদ শেষ হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম