সমুদ্রের এ কী দশা!
৯ মার্চ ২০১৮বিজ্ঞাপন
ব্রিটিশ ডাইভার রিচ হর্নার বালির সমুদ্র উপকূলে ডাইভের সময় একটি ভিডিও করেছেন৷ কিন্তু ভিডিওতে নীল পানির তলায় তিনি যা প্রত্যাশা করেছিলেন, তা অবশ্য দেখেননি, যা দেখেছেন, তা আমাদের জন্য যথেষ্ট উদ্বেগের৷
ভিডিওতে রিচ হার্নারের চারপাশে অসংখ্য প্লাস্টিকের বোতল, ব্যাগসহ নানা ধরনের আবর্জনা ভাসতে দেখা গেছে৷ যেখানে অসংখ্য সামুদ্রিক মাছ থাকার কথা ছিল, সেখানে প্লাস্টিকের এই ভেসে বেড়ানো পর্যটকরা পরিবেশের যে কতটা ক্ষতি করছে তা পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছে৷
রিচ হার্নার বালির সমুদ্রতট থেকে বিশ কিলোমিটার দূরে অবস্থানকালে ভিডিওটি করেছেন৷ অথচ এত দূরত্বেও প্লাস্টিকের কোনো কমতি ছিল না৷ তাঁর ভিডিওটি ইউটিউবে প্রকাশ হওয়ার পর রীতিমতো ভাইরাল হয়ে গেছে৷
এআই/এসিবি