1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমর্থন প্রত্যাহার শিন্ডেদের, মন্ত্রীদের সরালেন উদ্ধব

২৭ জুন ২০২২

মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার বিক্ষুব্ধ শিবসেনা গোষ্ঠীর। মন্ত্রীদের সরালেন উদ্ধব। সুপ্রিম কোর্টে শুনানি শুরু।

https://p.dw.com/p/4DI7a
উদ্ধব ঠাকরে কি ক্ষমতা ধরে রাখতে পারবেন?
উদ্ধব ঠাকরে কি ক্ষমতা ধরে রাখতে পারবেন?ছবি: Getty Images/AFP

মহারাষ্ট্রে এখন বিক্ষুব্ধ শিবসেনা বিধায়করাই সংখ্যাগরিষ্ঠ। বিক্ষুব্ধদের নেতা একনাথ শিন্ডের সঙ্গে আটজন মন্ত্রী সহ অন্ততপক্ষে ৩৯ জন বিধায়ক আছেন। উদ্ধব ঠাকরের সঙ্গে তিনজন মন্ত্রী সহ ১৫ জন বিধায়ক আছেন। সুপ্রিম কোর্টে যে ১৬৩ পাতার আবেদন করেছে শিন্ডে-শিবির, সেখানেই সমর্থন প্রত্যাহারের কথা বলা হয়েছে।

এরপরই শিন্ডেকে মন্ত্রিত্ব থেকে অপসারিত করেছেন উদ্ধব। তার শিবিরে থাকা বাকি আটজনকেও বরখাস্ত করেছেন তিনি। ফলে লড়াই এখন অন্তিম পর্যায়ে পৌঁছে গেছে বলে বিশেষজ্ঞদের একাংশের মত।

সংখ্যার দিক থেকে শিন্ডেরা যে এগিয়ে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু উদ্ধবরা শিন্ডেসহ ১৬ জন বিধায়কের সদস্যপদ খারিজ করার জন্য ডেপুটি স্পিকারের কাছে আবেদন জানিয়েছে। মহারাষ্ট্রে স্পিকারের পদ খালি আছে। আগে কংগ্রেস নেতা নানা পাটোলে স্পিকার ছিলেন। এখন তিনি প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব পালন করার জন্য স্পিকারের পদ ছেড়েছেন। ফলে এখন ডেপুটি স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে উদ্ধবরা দাবি করেছেন।

এর বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে শিন্ডে শিবির। তাদের দাবি, তাদের কাছে সংখ্যা রয়েছে। তাই তাদের বিরুদ্ধে দলত্যাগ-বিরোধী আইন প্রয়োগ করা সম্ভব নয়। কিন্তু সরকার সেটাই করতে চাইছে। তাছাড়া তাদের প্রাণহানির সম্ভাবনা আছে বলেও বিক্ষুব্ধরা আবেদনে জানিয়েছেন। বিক্ষুব্ধদের হয়ে সওয়াল করছেন প্রবীণ ও খ্যাতনামা আইনজীবী হরিশ সালভে এবং উদ্ধবের হয়ে কংগ্রেস সাংসদ ও আইনজীবী অভিষেক মণু সিংভি।

সুপ্রিম কোর্ট কী রায় দেয়, তার উপর মহারাষ্ট্রের পরিস্থিতি অনেকাংশে নির্ভর করছে। সুপ্রিম কোর্ট প্রথমেই শিন্ডের আইনজীবীর কাছে জানতে চায়, হাইকোর্টে না গিয়ে তারা কেন সর্বোচ্চ আদালতে এসেছেন। হরিশ সালভেদের জবাব ছিল, যেহেতু বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তারা সোজা সুপ্রিম কোর্টেই এসেছেন।

সুপ্রিম কোর্ট এদিন কেন্দ্রীয় সরকার, ডেপুটি স্পিকার, শিবসেনা পরিষদীয় দলনেতা সহ সংশ্লিষ্ট সকলকে নোটিশ জারি করেছে। তাছাড়া আদালত জানিয়ে দিয়েছে, আগামী ১১ জুলাইয়ের মধ্যে ১৬ বিধায়ক ডেপুটি স্পিকারের কাছে তাদের বক্তব্য জানাতে পারবেন। ফলে তার আগে ডেপুটি স্পিকার ওই বিধায়কদের সদস্যপদ খারিজ করতে পারবেন না। ১১ তারিখ আবার শুনানি হবে।

বিক্ষুব্ধদের সামনে বিকল্প

বিক্ষুব্ধদের সামনে তিনটি বিকল্প আছে। প্রথমত, তারাই যে আসল শিবসেনা সেটা প্রমাণ করা এবং দলের দখল নেয়া। দ্বিতীয়ত, নতুন দল গঠন করে বিজেপি-র সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করা। তৃতীয় বিকল্প হলো, বিজেপি-তে মিশে যাওয়া। এখন তারা নিজেদের আসল শিবসেনা বলে প্রমাণ করার চেষ্টা করছে। কিন্তু এই স্বীকৃতি নির্বাচন কমিশন দেয়। তার প্রক্রিয়াও লম্বা।

সঞ্জয় রাউতকে ইডির নোটিস

উদ্ধবের নেতৃত্বাধীন শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউতকে ইডি নোটিস পাঠিয়েছে। গত কয়েকদিন ধরে উদ্ধবের হয়ে মূলত সঞ্জয় রাউতই বিবৃতি দিচ্ছিলেন। প্রচারে নেতৃত্ব দিচ্ছিলেন। এই অবস্থায় তাকে মঙ্গলবার দুপুরে ইডি ডেকে পাঠানোয় বিরোধীরা প্রতিহিংসার রাজনীতির অভিযোগ করেছে। তৃণমূল জানিয়েছে, বিজেপি যেভাবে বিরোধী দলের নেতা-নেত্রীদের পিছনে ইডি-সিবিআই লাগাচ্ছে, তা অত্যন্ত নিন্দনীয়।

জিএইচ/এসজি (পিটিআই, এএনআই)