কী করবে বিএনপি?
১৯ নভেম্বর ২০১৩
নির্বাচনকালীন সরকারকে সর্বদলীয় সরকার বলা হলেও, একে তা বলতে নারাজ সুশাসনের জন্য নাগরিক সুজন-এর সম্পাদক বদিউল আলম মজুমদার৷ তিনি ডয়চে ভেলেক বলেন, প্রধান বিরোধী দলের অংশগ্রহণ ছাড়া এটাকে কিভাবে সর্বদলীয় সরকার বলা যায়৷ তাঁর ভাষায়, নতুন মন্ত্রীদের নেয়া হলেও এটা এখনো মহাজোট সরকার৷
তবে এই সর্বদলীয় সরকার গঠন বিএনপিকে উদ্বিগ্ন করে তুলেছে৷ তাই সার্বিক পরিস্থিতি নিয়ে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে দেখা করবেন৷ সেখানে বিএনপি নতুন কোনে প্রস্তাব দেবে, না আগের নির্দলীয় সরকারের অবস্থানে অটল থাকবে – তা স্পষ্ট নয়৷ বিএনপির কোনো নেতা এ নিয়ে মুখও খুলছেন না৷ তবে গত কয়েকদিনে বিএনপির একটি পরিবর্তন লক্ষ্যণীয়৷ আর তা হলো, ঢাকা সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে বিরোধী দলীয় নেত্রীর বৈঠকে রাজনৈতিক সমঝোতার নির্বাচনের কথা বলা হয়েছে৷ বলা হয়েছে সব দলের অংশগ্রহণে নির্বাচনের কথা৷ সেখানে নির্দলীয় সরকারের কথা গুরুত্ব পায়নি৷
এদিকে বঙ্গভবনে শপথ নেয়ার পর নতুন মন্ত্রীরা অনেকটা খোলাখুলিভাবেই বলেছেন যে, বিএনপি না এলেও নির্বাচন হবে৷ তবে তাঁরা চেষ্টা করবেন বিএনপি যাতে নির্বাচনে আসে, আসে সর্বদলীয় সরকারে৷
এই পরিস্থিতিতে বিএনপি আন্দোলন আরো জোরদার করবে না রাজনৈতিক সমঝোতার চেষ্টা করবে – তা স্পষ্ট হতে খুব বেশি সময় লাগবে না৷ যদিও বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেছেন, তারা কঠোর আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের দাবি আদায় করবেন৷ প্রতিহত করবেন একদলীয় নির্বাচন৷ তবে এরশাদের জাতীয় পার্টি ডিগবাজি খাওয়ায় পুরো হিসাব আর আগের মতো নেই৷ সর্বদলীয় সরকারে এরশাদের মন্ত্রী পাঁচজন৷ জিএম কাদেরও থাকবেন বলে জানা গেছে৷ তাই সর্বদলীয় সরকারেই এখন নানা হিসাব৷ বিরোধী দলে বসার সুযোগটি এরশাদ হাতছাড়া করতে নাও চাইতে পারেন৷ সুতরাং, বিএনপিকে খুব দ্রুত সিদ্ধান্ত যেতে হবে৷ বিএনপি যে অনড় আছে, তাও নয়৷ তারা এখন নির্দলীয় সরকার নীতিগতভাবে মেনে নেয়ার শর্ত ছাড়াই আলোচনা করতে চায়৷
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, নির্বাচনে সব দলের অংশগ্রহণ জরুরি৷ সর্বদলীয় সরকারে বিরোধী দল থাকতে হবে৷ তাঁর মতে, এখন পর্যন্ত যা অবস্থা তাতে নির্বাচন নয়, নির্বাচনের নামে নাটকের প্রস্তুতি চলছে৷ কিন্তু দেশের মানুষ সত্যিকার অর্থে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়৷
মঙ্গলবার নির্বাচনকালীন মন্ত্রিসভা পূর্ণাঙ্গ রূপ পাবে৷ দপ্তরও বণ্টন হবে৷ একথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূঁইঞা৷ তিনি জানিয়েছেন, আরো একটি সিদ্ধান্ত হবে৷ তবে সেটা কি তা তিনি প্রকাশ করেননি৷ জানা গেছে, বিএনপির জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করা হবে, যদি তারা নির্বাচনকালীন মন্ত্রিসভায় যোগ দেন৷
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ঢাকা সফরের শেষ দিনে সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে কথা বলার কিছুক্ষণ আগেই আটজন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী শপথ নেন৷ সেই প্রসঙ্গ টেনেই তিনি বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব দলের অংশগ্রহণ জরুরি৷ তিনি বলেন যে নির্বাচন এ দেশের মানুষ গ্রহণ করবে না, তা সারা বিশ্বেও গ্রহণযোগ্য হবে না৷ তাই রাজনৈতিক সমঝোতার জন্য সংলাপের তাগিদ দেন তিনি৷ বলেন, মহাসচিব পর্যায়ে দ্রুত সংলাপ শুরুর কথা৷ তিনি সমঝোতার নির্বাচনের কথা বলেন৷
একইরকম কথা বললেন ড. বদিউল আলম মজুমদার ৷ তিনি বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক সমঝোতা এবং সব দলের অংশগ্রহণ দরকার৷ আর এ জন্য দেরি হয়ে গেলেও এখনই আলোচনা শুরু প্রয়োজন৷