সমকামের স্বীকৃতি উদযাপন
১৪৬ বছরের পুরনো আইন সুপ্রিম কোর্টের রায়ে গেল বদলে৷ ঐতিহাসিক এই রায়ে ভারত জুড়ে উদযাপনে মেতে উঠেছেন সমকামী অধিকার কর্মীরা৷
নির্যাতনের হাতিয়ার
ঔপনিবেশিক শাসনামলের এ আইন সংবিধানের সাথে ‘অসামঞ্জস্যপূর্ণ’ বলে মনে করেন ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্র৷ আরেক বিচারপতি ইন্দু মালহোত্রা বলেছেন, ‘‘এই সম্প্রদায়ের অধিকার নিশ্চিতে দেরি হওয়ায় ইতিহাসের ক্ষমা চাওয়া উচিত৷’’
আমার শরীর, আমার অধিকার
নিজের শরীরের ওপর নিজের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে লড়াই করে আসছেন সমকামী অধিকার কর্মীরা৷ এ পথেও ছিল বাধা৷ সামাজিক হেনস্তা তো ছিলই, আইনি সুরক্ষাও ছিল না তাঁদের পক্ষে৷
উদযাপন
রায় ঘোষণার পরপরই ভারতের বিভিন্ন স্থানে নাচে গানে উদযাপনে মেতে ওঠেন সমকামী অ্যাক্টিভিস্টরা৷ ভারতের ইতিহাসে মানবাধিকারের লড়াইয়ে একে অসাধারণ এক মাইলফলক হিসেবে দেখছেন তাঁরা৷
করণ জোহর
বলিউডের চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক করণ জোহর এক টুইটে এই রায়কে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন৷ মানবতা ও সমঅধিকারের পক্ষে ভারত আরেকটু এগিয়ে গেল বলেও মনে করেন তিনি৷
৭৩ দেশে অপরাধ
সুপ্রিম কোর্ট রায় দেয়ার আগ পর্যন্ত বিশ্বের ৭৪টি দেশে সমকামিতা ছিল নিষিদ্ধ৷ কিন্তু ৬ সেপ্টেম্বরের রায়ে সে তালিকা থেকে নিজের নাম সরাতে পারলো ভারত৷ নিষিদ্ধের তালিকায় বেশিরভাগই এশিয়া ও আফ্রিকার৷ বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার ও শ্রীলংকাও রয়েছে এই তালিকায়৷
২৬ দেশে সমকামী বিয়ে
বিশ্বের ২৬টি দেশ সমকামীদের বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার স্বীকৃতি দিয়েছে৷ এই তালিকায় এশিয়ার কোনো দেশ নেই৷ আফ্রিকার একমাত্র দেশ হিসেবে আছে সাউথ আফ্রিকার নাম৷ ২০০০ সালে প্রথম দেশ হিসেবে সমকামী বিয়ের স্বীকৃতি দেয় নেদারল্যান্ডস, সবশেষ ২০১৭ সালে তালিকায় নাম লিখিয়েছে অস্ট্রেলিয়া, মালটা ও জার্মানি৷