তাইওয়ানে সমকামী বিয়ে বৈধ
১৭ মে ২০১৯২০১৭ সালে তাইওয়ানের সুপ্রিম কোর্ট এক রায়ে বলেছিলেন, সমকামী বিয়ে হতে না দেয়াটা অসাংবিধানিক৷ সেই সময় সুপ্রিম কোর্ট সরকারকে দুই বছরের মধ্যে সমকামীদের বিয়ের স্বীকৃতি দিয়ে একটি বিল উপস্থাপন করতে বলেছিলেন৷ অন্যথায় স্বয়ংক্রিয়ভাবে বিয়ের সমতা আইন চালু হয়ে যাবে বলে জানিয়েছিলেন আদালত৷ আগামী ২৪ মে দুই বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল৷
তার আগেই শুক্রবার সংসদে ৬৬-২৭ ভোটে বিলটি পাস হলো৷
তবে গত বছরের নভেম্বরে সমকামীদের বিয়ে নিয়ে একাধিক গণভোটের আয়োজন করেছিল তাইওয়ান৷ সেই সময় ভোটাররা এর বিরুদ্ধে ভোট দিয়েছিলেন৷ ‘দ্য কোয়ালিশন ফর দ্য হ্যাপিনেস অফ আওয়ার নেক্সট জেনারেশন' নামের একটি সংগঠন বলছে, সংসদে বিল পাস করার মাধ্যমে গণভোটে অংশ নেয়া ৭০ লক্ষ ভোটারের ইচ্ছাকে পদদলিত করা হলো৷
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন সংসদের সিদ্ধান্তের প্রশংসা করে টুইট করেছেন৷ তিনি এই সিদ্ধান্তকে ‘সত্যিকারের সমতার দিকে বড় পদক্ষেপ' হিসেবে উল্লেখ করেছেন৷
প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন শুরুতে সমকামী বিয়ের পক্ষে কথা বললেও পরে ভোটার হারানোর আশঙ্কায় সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়নে গড়িমসি করছিলেন৷
তবে শেষ পর্যন্ত সংসদে বিলটি পাস হওয়ায় এবং এতে প্রেসিডেন্টের দলের সমর্থন থাকায় জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে সাই ইং-ওয়েনের পুনর্নিবাচিত হওয়ার বিষয়টি কঠিন হয়ে উঠতে পারে৷
এদিকে, সংসদে ভোটাভুটিকে কেন্দ্র করে সমকামী ও তাঁদের অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা বৃষ্টি সত্ত্বেও সংসদের বাইরে হাজির হয়েছিলেন৷ রায় পক্ষে আসার পর তাঁরা একে অপরকে ধরে আলিঙ্গন করেন এবং রংধনু পতাকা উড়িয়ে আনন্দ প্রকাশ করেন৷
জেডএইচ/এসিবি (ডিপিএ, এএফপি)