1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সবুজ স্থাপত্যের সন্ধানে

১৬ সেপ্টেম্বর ২০০৯

ছাদের ওপর সবুজ, শিশুদের আঙ্গিনায় স্রোতস্বিনী, বৃক্ষের শেকড় দিয়ে বানানো বাড়িঘর; ভাবছেন কোনো স্বপ্ন বর্ণনা৷ বর্ণনা স্বপ্নের মতোতো বটেই; এবং এই স্বপ্নের গোড়ায় জল দিয়ে অনিন্দ্য এক সুন্দর সৃষ্টা করেছেন এক স্থপতি৷

https://p.dw.com/p/JhaY
ছবি: Luc Schuiten

বেলজিয়ান স্থপতি লুক শুটানের মুখেই শুনুন, আমি একজন স্থপতি এবং আমি একজন স্বাপ্নিক৷ বেলজিযামের রাজধানী ব্রাসেলসে বসবাসরত এই শিল্পী মনে করেন, শিগগির রূপ বদল না করলে অন্য শহরগুলোর মতো তাঁর শহরেরও পরিণতি ঘটবে একই৷ এর আর কোনো ভবিষ্যতই দেখছেন না তিনি৷

Entwurf von Luc Schuiten
ছবি: Luc Schuiten

৬৫ বছর বয়সী স্বাপ্নিক এই মানুষটি বলেন, এতসব পরিবেশ দূষণ ও ধূসর ভবিষ্যত আপনাকে স্বস্তি দেবে না৷ তাই আমি বিকল্প স্বপ্ন দেখছি৷ তাঁর স্থাপনা শিল্প নিয়ে যে প্রদর্শনী চলছে ব্রাসেলসে তা দেখে আঁচ করা যায় তাঁর স্বপ্নের পরিধি৷ তাঁর অদম্য সৃজন দক্ষতা৷

শুটানের ভেজিটাল সিটি প্রদর্শনী স্থলে প্রবেশ পথেই চমক৷ হলুদ আলোয় হাতছানি দিয়ে ডাকা বাঁকা পথ মোহিত করে রাখবে আপনাকে৷ প্রবেশদ্বার পেরুলেই নানা রকমের স্থাপত্য মডেল, অঙ্কন, বর্ণালী অবয়বে নির্মিত প্রায় রূপকথা সদৃশ অনেক শহর চোখ কেড়ে নেবে আপনার৷ নিসর্গের সান্নিধ্যে যারা থাকতে চান এই প্রদর্শনী তাদের ভাবালু করে তুলতে পারে৷ শুটানের কাজের যে বিষয়টি সব কিছুতেই উপস্থিত তা হলো তাঁর বক্রতা প্রীতি৷ আকারে বক্র নকশা বুননের মতো করে জোড়া দিয়েছে একটির সঙ্গে অন্যটিকে৷

Luc Schuiten: The hollow City
ছবি: Luc Schuiten

ভার্টিক্যাল গার্ডেন নামের প্রজেক্টটি নগরীর ক্ষত সারিয়ে তুলবে--একথা বলার সময় চোখ চকচক করছিল তাঁর৷ ফুটপাত, বাড়ির আশপাশ, প্ল্যাটফর্ম- সবটাই সবুজে ভরিয়ে দিতে চান তিনি৷ এসব জায়গায় বৃক্ষ ভাষ্কর্য বসানোর পরিকল্পনা তাঁর৷ যা তৈরি করবে একটি কাব্যিক আবহ৷ নিসর্গ সন্নিবিষ্ট এক অপার শান্তির মুক্ত মাঠ তৈরির চিন্তা তাঁর মনে৷

Luc Schuiten: The spring
ছবি: Luc Schuiten

শুটানের কোনো পরিকল্পনা এখনও বাস্তবায়িত না হলেও তাঁর বিশ্বাস এর অনেক কিছুই সত্যে পরিণত করা সম্ভব৷

প্রতিবেদক: নাসিরুদ্দিন খোকন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক